For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাগরে উঁকি দিচ্ছে আরও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! ধেয়ে আসতে পারে ‘আম্ফান’ নামে নবম সাইক্লোন

এ বছরই আরও এক ঘূর্ণিঝড় উঁকি দিচ্ছে আরব সাগরে। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ফের একটা সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। আর তা হলে এই ঘূর্ণিঝড় ‘আম্ফান’ নাম নিয়ে আছড়ে পড়বে ভারতী উপকূলে।

  • |
Google Oneindia Bengali News

এ বছরের মধ্যেই আরও এক ঘূর্ণিঝড় উঁকি দিচ্ছে আরব সাগরে। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ফের একটা সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। আর তা হলে এই ঘূর্ণিঝড় 'আম্ফান' নাম নিয়ে আছড়ে পড়বে ভারতী উপকূলে। সেক্ষেত্রে এটি হবে এ বছরের নবম ঘূর্ণিঝড়। বর্তমানে এই ঘূর্ণাবর্তের অবস্থান লাক্ষদ্বীপের অদূরে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর।

দক্ষিণ আরব সাগরে নিম্নচাপ

দক্ষিণ আরব সাগরে নিম্নচাপ

২৪ ঘণ্টা আগেই নিম্নচাপ রেখাটি স্পষ্ট হয়েছে দক্ষিণ আরব সাগরে। আবহ দফতরে সূত্রে জানানো হয়েছে, এটি ক্রমশই শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তের রূপ নিতে চলেছে। অচিরেই তা শক্তিশালী ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। এই নিম্নচাপের জেরে ভারতের পশ্চিম উপকূলে বৃষ্টিও শুরু হয়েছে।

২৪ ঘন্টার মধ্যে আরও গভীরতর

২৪ ঘন্টার মধ্যে আরও গভীরতর

গুজরাট, মহারাষ্ট্র সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি চলছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও গভীরতর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আরও তীব্র হবে নিম্নচাপ। ভারতীয় উপকূল জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কেরালায় পাশাপাশি পশ্চিম উপকূলীয় অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

শুরু হয়েছে হালকা-মাঝারি বৃষ্টি

শুরু হয়েছে হালকা-মাঝারি বৃষ্টি

এদিকে মুম্বই, পুনে, নাসিকের মতো শহরগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। সাঙ্গালী, সাতারা, রত্নগিরি জুড়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরেলি, পোরবন্দর, জুনাগড় ও রাজকোটে বিচ্ছিন্ন ও হালকা বৃষ্টিপাত হবে। গুজরাটের দক্ষিণ ও মধ্য জেলাগুলিতে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এখনই ভারী বৃষ্টি বা ঝড়ের কোনও সম্ভাবনা নেই।

উত্তর-পূর্ব আরব সাগরের দিকে অভিমুখ

উত্তর-পূর্ব আরব সাগরের দিকে অভিমুখ

এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়ে পশ্চিম-উত্তর থেকে উত্তর-পূর্ব আরব সাগরের দিকে অগ্রসর হতে থাকবে। শীতল সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ফলে মহারাষ্ট্র এবং গুজরাটে উপকূলে পৌঁছনোর আগে তা শক্তি হারাতে পারে। তবে এমন সম্ভবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না যে, এই নিম্নচাপ সাইক্লোনে রূপান্তরিত হবে না।

আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আম্ফান

আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আম্ফান

এই নিম্নচাপ যদি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এটি ২০১৯-এর ডিসেম্বের মধ্যেই আছড়ে পড়বে ভারতের উপকূলে। তাহলে ভারতীয় উপকূলকে প্রভাবিত করা নবম ঘূর্ণিঝড় হবে এটি। এবং এর নাম হবে ‘আম্ফান'। এখন দেখার আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আম্ফানে পরিণত হতে পারে কি না!

সৌজন্যে স্কাইমেট

English summary
Cyclone ‘Amphan’ is waiting on Arabean Sea and increases power. It can hits on Indian west coast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X