For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Covid in India: আগ্রায় চিন ফেরতের কোভিড নমুনা পজিটিভ! স্যাম্পেল গেল জিনোম সিকোয়েন্সিং-এ

Covid in India: আগ্রায় চিন ফেরতের কোভিড নমুনা পজিটিভ! স্যাম্পেল গেল জিনোম সিকোয়েন্সিং-এ

  • |
Google Oneindia Bengali News

আইসিএমআর-এর বিশেষজ্ঞরা বারে বারে কোভিড নিয়ে আশ্বস্ত করছেন। তারপরেও খানিকটা ২০২০-র মতো আতঙ্ক। এবার চিন থেকে ফের ব্যক্তি করোনা পজিটিভ। ব্যক্তি আগ্রার বাসিন্দা। চিন থেকে ফেরা ওই ব্যক্তির শুক্রবার করোনা পরীক্ষা হয়। তার রিপোর্ট পজিটিভ এসেছে। আগ্রার চিফ মেডিক্যাল অফিসার বলেছেন ৪০ বছর বয়স্ক ওই ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিং-এ।

বিভিন্ন জায়গায় পরীক্ষা বাড়ানো হয়েছে

বিভিন্ন জায়গায় পরীক্ষা বাড়ানো হয়েছে

চিনে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে করোনা নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই মতো আগ্রা রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং বিমানবন্দরে পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। এদিকে আগ্রার বেশিরভাগ হোটেল নববর্ষ উদযাপনের আগে পুরোপুরি ভর্তি। স্থানীয় প্রশাসনের তরফে তাজমহল, আগ্রা ফোর্ট, আকবরের সমাধি অন্য স্মৃতিস্তম্ভে দর্শনার্থীদের স্ক্রিনিং শুরু করা হয়েছে। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে আমেরিকা, চিন, জাপান, ব্রাজিল এবং ইউরোপীয় দেশগুলি থেকে আসা বিদেশি পর্যটকদের ওপরে।
আগ্রার সিএমও একে শ্রীবাস্তব ট্রেস-টেস্ট-ট্রিট নীতির ওপরে জোর দিয়েছেন। পাশাপাশি তিনি মাস্ক পরা এবং শারীরিক দূরত্বের নিয়মগুলি অনুসরণ করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।

কঠোর নজরদারির আহ্বান প্রধানমন্ত্রী

কঠোর নজরদারির আহ্বান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় আত্মতুষ্টির ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। এব্যাপারে তিনি কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। এদিনের মন কি বাতে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি ভিড় এড়ানোর পরামর্শও দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশের প্রেক্ষিতে ২৭ ডিসেম্বর সারা দেশে কোভিড মোকাবিলায় মক ড্রিল করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা

আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা

তবে করোনার সংক্রমণ নিয়ে খানিকটা আশ্বস্ত করছেন বিজ্ঞানীরা। আইসিএমআর-এর প্রাক্তন সহকারী প্রধান, বলেছেন, ভারতবাসী যেমন আক্রান্ত হয়েছে, ঠিক তেমনই ভ্যাকসিনও পেয়েছে। ফলে তাঁদের মধ্যএ হাইব্রিড প্রতিরক্ষার ক্ষমতা তৈরি হয়েছে। যা চিনের থেকে আলাদা। আর একবার যখন কোনও ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বাড়ে তখন তার মারণ ক্ষমতা কমে, এই কথাও বলছেন বিজ্ঞানীরা।

 কেমন আছে চিন ফের করোনা আক্রান্ত

কেমন আছে চিন ফের করোনা আক্রান্ত

চিনে কর্মরত ওই ব্যক্তি বড় দিনের ছুটি কাটাতে দেশে এসেছিলেন। করোনা পরীক্ষা পজিটিভ হওয়ায় আগ্রার শাহগঞ্জ এলাকার বাড়িতে তিনি আইসোলেশনে রয়েছেন। এই মুহূর্তে তিনি উপসর্গহীন বলেই জানা গিয়েছে। ২৫ ডিসেম্বর তিনিই আগ্রাস প্রথম পজিটিভ কেস এবং একমাত্র সক্রিয় কেস। আগ্রার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, চিন থেকে ফেরার পরে যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরকেও করোনা পরীক্ষা করাতে বলা হয়েছে।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভোলবদল! পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদে 'নাটক’ তৃণমূলে২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভোলবদল! পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদে 'নাটক’ তৃণমূলে

English summary
Covid sample is positive of a Agra resident who returns from China recently
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X