For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আরও ২২ হাজার মানুষ আক্রান্ত হতে পারেন নিজামুদ্দিনের ঘটনার জেরে! নয়া তথ্যে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

চোখের পলক ফেলতে না ফেলতেই মুম্বইয়ের ধারাভি বস্তিতে একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৭১ ছাড়িয়ে গিয়েছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে তবলিঘি থেকে ৩০ শতাংশ ঘটনা ভারতে ছড়িয়েছে বলে দাবি করেছে কেন্দ্রে।

 হাজারের বেশি তবলিঘি সদস্য আক্রান্ত

হাজারের বেশি তবলিঘি সদস্য আক্রান্ত

শুধুমাত্র ১০২৩ জন তবলিঘি সদস্যরাই কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। এরপর তাঁদের থেকে কতজনের দেহে এই রোগ ছড়িয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, হাসপাতালে একের পর এক তবলিঘি সদস্যের অভব্য আচরণে চিকিৎসা প্রক্রিয়া নিয়েও সমস্যা বাড়ছে। এদিকে, প্রশাসনের দাবি, ওই ১ হাজার তবলিঘির শরীর থেকে অন্তত দেশে ২২ হাজার মানুষের দেহে ছড়িয়ে পড়েছে করোনা।

১৭ টি রাজ্যে তবলিঘির করোনা প্রভাব

১৭ টি রাজ্যে তবলিঘির করোনা প্রভাব

তবলিঘির সদস্যদের থেকে ভারতের ১৭ টি রাজ্য প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্র জানিয়েছে দেশর প্রায় ৩০ শতাংশ মানুষ কোভিড এ আক্রান্ত হয়েছেন নিজামুদ্দিনে তবলিঘির সভা থেকে। যা আরও উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের।

ভারতে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কত?

ভারতে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কত?

ভারতে ৩৬৭১ জন কোভিড ১৯ এ আক্রান্ত। এঁদের মধ্যে ৩২৮৯ জনের পরিস্থিতি গুরুতর। সুস্থ হয়ে উঠেছেন ২৮৩ জন। মৃত্যু হয়েছে ৭৭ জনের (পিটিআই)। কোভিড ১৯ এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জায়গা হল মহারাষ্ট্র। এরপরই তামিলনাড়ু ও দিল্লির পরিস্থিতিত উদ্বেগজনক।

English summary
Covid 19 ,India crosses 3 thousands cases as 30 percent are of Tablighi Jamat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X