For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনায় মৃতের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি ! গত ২৪ ঘণ্টার রিপোর্ট কী বলছে

ভারতে করোনায় মৃতের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি ! গত ২৪ ঘণ্টার রিপোর্ট কী বলছে

  • |
Google Oneindia Bengali News

'মৃত্যু তুমি মিথ্যে হও', এই বার্তা এখন সকলের মুখে মুখে ফিরছে। অশান্ত এই সময়ে পৃথিবী দেখছে একের পর এক মৃত্যু, হাহাকার। করোনার প্রবল বিষে জেরবার মানুষ। এরই মধ্যে বেশ কয়েকটি তথ্য আশার আলো দেখাচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রের তরফে আজ করোনার নতুন পরিসংখ্যান পেশ করা হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় ভারতের পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় ভারতের পরিস্থিতি

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮১৩ টি নতুন করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এদিকে, মৃতের সংখ্যা ফের একবার নিরাশ করছে। এদিন বিকেলের বুলেটিনে সরকারের তরফে জানানো হয়েছে যে, দেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭১ জনে পৌঁছেছে।

 সুস্থতা ও মৃতের পরিসংখ্যান

সুস্থতা ও মৃতের পরিসংখ্যান

সুস্থতা ও মৃতের পরিসংখ্যানের হিসাব বলছে ভারতে করোনার জেরে মৃত্যুকে ছাপিয়ে যাচ্ছে সুস্থতার পরিসংখ্যান। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭৭৯৭ জন। আর মৃতের সংখ্যা এদিন ছাড়িয়েছে ১০০০ এর গণ্ডি। শেষ পাওয়া খবর অনুযায়ী দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০০৮ জনে। ফলে দেশে মৃতের থেকে সুস্থের সংখ্যা অনেকচাই বেশি।

ভারতে মৃত্যুর হারে কমতির কারণ

ভারতে মৃত্যুর হারে কমতির কারণ

ভারতে মৃত্যুর হারে কমতির কারণ, ভারতে যুবকদের হার বেশি। ভারতের জনসংখ্যায় যুব জনজাতির হার বেশি থাকায় মৃত্যুর হারে কমতি দেখা গিয়েছে। যার ফলে আক্রান্ত ৩০ হাজারের কাছাকাছি হলেও ভারতে মৃত্যু ১০০০ ছাড়িয়ছে।

আর কোন কারণ থাকতে পারে!

আর কোন কারণ থাকতে পারে!

মনে করা হচ্ছে, য়ে ভাইরাসের স্ট্রেইন ভারতে রয়েছে তাতে করোনার জেরে কেউ অত্যন্ত দুর্বল না হলে মৃত্যু মুখে পতিত হবে না। ফলে চিকিৎসক ও বিশেষজ্ঞজের দাবি, এই ঘটনার জেরেও ভারতে মৃত্য়ুর হারে কমতি দেখা যাচ্ছে। যা নিঃসন্দেহে ভালো খবর।

English summary
Coronavirus situation in India, 71 deaths reported in the last 24 hours ,says centre.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X