For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে হাড়হিম করা পরিস্থিতি করোনার জেরে! দৈনিক সংক্রমণে ১৯ জুলাই নয়া রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাই করোনা থেকে মুক্তির জন্য একমাত্র উপায়। নিজেকে সাবধানে রাখা করোনা মুক্ত থাকার একমাত্র পন্থা। এদিকে, ভারতে ক্রমেই করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের কড়া লকডাউনের তোয়াক্কা না করেই অনেকেই নিয়ম ভঙ্গ করছেন। যার ফল ভারতের করোনা পরিসংখ্যানে পড়ছে।

 ১৯ জুলাইয়ের বুলেটিন

১৯ জুলাইয়ের বুলেটিন

করোনার জেরে ১৯ জুলাইের বুলেটিন বলছে আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৯০২ এ। মৃতের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় ৫৪৩ জন। নিঃসন্দেহে এই পরিসংখ্যান দেশকে আতঙ্কের মুখে দাঁড় করায়।

আমেরিকার কাছাকাছি ভারত

আমেরিকার কাছাকাছি ভারত

শুধু মোট আক্রান্তের সংখ্য়ায় নয়, দৈনিক আক্রান্তের হারেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি রয়েছে ভারত। মার্কিন মুলুকে যেখানে দৈনিক এখন ৬০হাজারের ওপর আক্রান্তের খবর মিলছে, সেখানে ১৩০ কোটির দেশ ভারতে মোট দৈনিক আক্রান্ত প্রায় ৪০ হাজারের কাছে।

মোট আক্রান্তের পরিসংখ্যান

মোট আক্রান্তের পরিসংখ্যান

দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০, ৭৭৬১৮ জন। এদিকে, অ্যাকটিভ কেস ৩৭৩৩৭৯ জন। দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৭৭৪২৩ জন। উল্লেখ্য, দেশে মৃতের সংখ্যা ২৬,৮১৬ জন।

গোষ্ঠী সংক্রমণ শুরু!

গোষ্ঠী সংক্রমণ শুরু!

আইএমএ হাসপাতাল বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন ডঃ ভি কে মাঙ্গা জানান, এখন উদ্বেগজনক বৃদ্ধি হচ্ছে করোনার। প্রতিদিন মামলার সংখ্যা ৩০ হাজারের বেশি বৃদ্ধি পাচ্ছে। এটি দেশের জন্য সত্যই একটি খারাপ পরিস্থিতি। এবং সামগ্রিকভাবে এটি এখন গ্রামাঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে সম্প্রদায়ের মধ্যে।

 ২৪২৬ জন লুট করেছেন ১,৪৭,৩৫০ কোটি! ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করে কেন্দ্রকে নিশানা ডেরেকের ২৪২৬ জন লুট করেছেন ১,৪৭,৩৫০ কোটি! ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করে কেন্দ্রকে নিশানা ডেরেকের

English summary
Coronavirus single day spike of 19 july , above 38 thousand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X