For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গৌতমজি সমস্যাটা টাকা নয়..' করোনা দংশনের মধ্যেই কেজরি-গম্ভীর সংঘাত তুঙ্গে! দিল্লি সরগরম

'গৌতমজি সমস্যাটা টাকা নয়..' করোনা দংশনের মধ্যেই কেজরি-গম্ভীর সংঘাত তুঙ্গে! দিল্লি সরগরম

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে করোনা আক্রমণের জেরে রীতিমতো আতঙ্ক গোটা দেশে। নিজামুদ্দিনের ঘটনার পর থেকে সেখানে প্রবলভাবে বাড়তে শুরু করেছে করোনা আতঙ্ক। এদিকে, এমন আবহে ফের একবার রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আর এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বনাম বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের প্রসঙ্গ উঠে আসতে শুরু করল।

শুরুর ঘটনা

শুরুর ঘটনা

গোটা সংঘাতের শুরু করোনার ত্রাণ নিয়ে। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছিলেন, যে দিল্লিতে পিপিই সহ একাধিক পণ্যের জন্য তিনি কেন্দ্রের সাহায্য চেয়েছিলেন। কিন্তু তার প্রেক্ষিতে কোনও ত্রাণ আসেনি। এরপরই বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বলেন, 'কুমীরের কান্না কাঁদছেন'কেজরিওয়াল।

গৌতমের দাবি কী ছিল?

গৌতমের দাবি কী ছিল?

গৌতম গম্ভীর জানিয়েছেন, তিনি নিজে দিল্লি সরকারকে ৫০ লাখ টাকার সাহায্য দিতে চান। যাতে পিপিই কেনা হয়। মাস্ক কেনা হয় চিকিৎসকদের জন্য । কিন্তু গৌতমের দাবি ছিল, তাঁর সেই আবেদনে সাড়া দেয়নি দিল্লি সরকার। তার বদলে নিজের জন্য সমবেদনা জড়ো করার চেষ্টা করছেন কেজরিওয়াল। বিষয়টিকে কেজরি সরকারের 'অহংকার' হিসাবে ইঙ্গিত করেন গম্ভীর।

এরপর কেজরিওয়ালের জবাব

এরপর কেজরিওয়ালের জবাব

এদিন গৌতম গম্ভীরের বক্তব্যের প্রেক্ষিতে কেজরিওয়াল জবাব দেন। তিনি গৌতম গম্ভীরের উদ্দেশে বলেন, ' গৌতমজি ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্য। সমস্যাটা টাকা নয়, সমস্যাটা হল পিপিই কিট পাওয়া। আমরা বাধিত হব যদি আপনি তাৎক্ষণিক পিপিই জোগাড় করে দেন। দিল্লি সরকার কিনে নেবে সেগুলি। ধন্যবাদ। '

English summary
Coronavirus issue, Kejriwal replies back to Gautam Gambhir over 'big ego'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X