For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রভাবে অশনি সংকেত ভারতীয় অর্থনীতিতে! জিডিপির পূর্বাভাস প্রকাশ মুডিজ-এর

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপে এমনিতেই ধসের মুখে অর্থনীতি। প্রায় প্রতিদিনই নিয়ম করে শেয়ারবাজারে ধস নামছে বিনিয়োগকারীদের আশঙ্কার জেরে। এই পরিস্থিতিতে দেশের আর্থিক প্রবৃদ্ধির হার যে কমবে তা একপ্রকার জানা কথা ছিল। আর সেই বিষয়ের উপরই রিপোর্ট পেশ করল মার্কিন ক্রেডিট রেটিং সংসস্থা মুডিজ।

ভারতের জিডিপিতে কাটছাঁট করল মুডিজ

ভারতের জিডিপিতে কাটছাঁট করল মুডিজ

বর্তমান পরিস্থিতির নিরিখে আগের পূর্বাভাস থেকে ফের ভারতের জিডিপিতে কাটছাঁট করল মুডিজ। এর আগে এক রিপোর্ট পেশ করে মুডিজ জানিয়েছিল, ২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৫.৪ শতাংশ থাকবে। তবে সেই হারকে কমিয়ে ৫.৩ শতাংশ করা হয়েছে মুডিজের নতুন রিপোর্টে।

করোনার ধাক্কায় বিধ্বস্ত অর্থনীতি

করোনার ধাক্কায় বিধ্বস্ত অর্থনীতি

করোনার ধাক্কায় বিধ্বস্ত গোটা বিশ্ব। তার প্রভাব ভারতেও পড়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ১২৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩ জনের মৃত্যউ পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে শেয়ারহবাজারে প্রায় প্রতিদিনই রেকর্ড হারে পতন হচ্ছে সেনসেক্স ও নিফটির। ব্যবসা বাণিজ্য একপ্রকার শিথিল হয়ে গিয়েছে। পর্যটন খাত পুরোপুরি বন্ধ, বিমান শিল্পও প্রায় বন্ধের মুখে। এই পরিস্থিতিতে অর্থনীতিতে প্রয়োজনীয় বুস্ট নেই।

বিশ্ব অর্থনীতির বেহাল দশা

বিশ্ব অর্থনীতির বেহাল দশা

অবশ্য শুধু ভারত নয় করোনা দাপটে বিশ্বের অধিকাংশ দেশ। চিন, আমেরিকা সহ একাধিক দেশের আর্থিক বৃদ্ধির হার কমিেয়ছে মুডিজ। চিনের আর্থিক বৃদ্ধির হার ৫.২ শতাংশ থেকে কমিয়ে ৪.৮ শতাংশ করেছে। অন্যদিকে আমেরিকার আর্থিক বৃদ্ধির হার ১.৭ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করা হয়েছে।

শিয়া প্যাসেফিক অঞ্চলের অর্থনীতি ঝুঁকির মুখে

শিয়া প্যাসেফিক অঞ্চলের অর্থনীতি ঝুঁকির মুখে

অর্থনীতিবিদদের একাংশের মতে, এশিয়া প্যাসেফিক অঞ্চলের অর্থনীতি রীতিমতো ঝুঁকির মুখে পড়েছে করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়ায়৷ পর্যটন শিল্পের পাশাপাশি এই ভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছে চিনের আমদানি রফতানিও। এর জেরে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বিস্তর। যদি আগামী কয়েক সপ্তাহে চিনের উহান শহরে এই মহামারী তাড়াতাড়ি নিয়ন্ত্রণ না করা যায় তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নামবে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের৷

English summary
coronavirus affect on indian economy resulting moody's downgrading indian gdp to 5.4 pc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X