For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট দিলেন করোনা আক্রান্তরা, কমিশনের নজিরবিহীন সিদ্ধান্তে প্রশংসা বিভিন্ন মহলে

ভোট দিলেন করোনা আক্রান্তরা, কমিশনের নজিরবিহীন সিদ্ধান্তে প্রশংসা বিভিন্ন মহলে

  • |
Google Oneindia Bengali News

বাংলার পাশাপাশি ৬ এপ্রিল হয়ে গেল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এদিকে ভোটের আবহেই গোটা দেশের লাগামহীন ভাবে সংক্রমণ ছড়াচ্ছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের নিরিখে রোজই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এদিকে এর মধ্যেই নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্তে এই সঙ্কটময় পরিস্থিতির মধ্যেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন করোনা আক্রান্ত ব্যক্তীরা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

ভোট দিলেন করোনা আক্রান্তরা, কমিশনের নজিরবিহীন সিদ্ধান্তে প্রশংসা বিভিন্ন মহলে

ভেটের আবহে এবারে নিউ নর্মালে লাইফের হাত ধরে চালু হয়েছে এই নতুন নিয়ম। ৮০ বছরের উর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে এবার পোস্টার ব্যালটে ভোট দানের ব্যবস্থা করা হয়েছে। সেই উদ্দেশ্যে পোস্টাল ব্যালটে ভোটার তালিকা নিয়ে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। কেরলে প্রথমবারের জান্য এই ব্যবস্থা করল নির্বাচন কমিশন। যাতে বেশ খানিকটা স্বস্তিতে করোনা কবিলত মানুষেরা। অন্যদিকে এই সঙ্কটময় পরিস্থিতিতে নির্বাচনের কমিশনের এই ভূমিকাও যখেষ্ট প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

এদিকে চলতি নির্বাচনে কেরলের ১৪০ আসনে ভোট যুদ্ধে নামেন ৯৫৭ জন প্রার্থী। নির্বাচন কমিশন কর্তৃক প্রাপ্ত তথ্যানুযায়ী কেরলে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৭৪ হাজার ৪৬ লক্ষ ৩৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৩২ লক্ষ ৮৩ হাজার ৭২৪ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ২৫ জন। অন্যদিকে এবারের নির্বাচনে কেরলে ৩০ কোম্পানি আধাসামরিক বাহিনী পাঠিয়েছে কেন্দ্র। ভোটযুদ্ধে সম্মুখমরে নেমেছে বাম-কংগ্রেস। লড়াইয়ে আছে বিজেপিও। ভোটের ফল আগামী ২ মে।

ভোট বড় বালাই, কংগ্রেস-বিজেপিকে টেক্কা দিতে ধর্মের শরণে বামপন্থী পিনারাই বিজয়ন

English summary
Coronaa-affected voters cast their Votes in Kerala, Postal ballots is key tool of commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X