For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই ফের বাঁধভাঙা করোনা সংক্রমণ কেরলে, প্রশ্নের মুখে রাজ্য সরকার

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই ফের বাঁধভাঙা করোনা সংক্রমণ কেরলে

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতেই ফের গোটা দেশজুড়েই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। এদিকে গোটা দেশের মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছে কেরল। এদিকে শুক্রবারের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনার কবলে পড়েছেন ৩২ হাজার ৮০১ জন। আর এখানেই বাড়ছে উদ্বেগ। এদিকে এর আগে মে মাসের ২০ তারিখ শেষবার রাজ্যে এই পরিমাণ করোনা সংক্রমণ দেখা গিয়েছিল। এই করোনা গ্রাফ দেখে স্বভাবতই সকলে প্রশ্ন করছেন তবে কী অবশেষে আছড়ে পড়ল তৃতীয় ঢেউ ?

প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন

প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন

অন্যদিকে এই প্রসঙ্গে, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেন, 'তৃতীয় ঢেউ যদি রাজ্যে চলে আসে, তাহলে কমপক্ষে ৬০ লক্ষ মানুষ আক্রান্ত হতে পারে। তাই আগেভাগেই করোনার এই মারাত্মক ঢেউ আটকাতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অযথা উদ্বেগের কিছু নেই।' কিন্তু তারপরেও আম জনতার‌ মধ্যে থেকে কাটছে না আতঙ্কের প্রহর। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের মোট করোনা আক্রান্তের অর্ধেকই এখন কেরলে।

আম-আদমির অসচেতনতা বিপত্তি ?

আম-আদমির অসচেতনতা বিপত্তি ?

এদিকে কেরলে তৃতীয় ঢেউ জল্পনার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করলেন বাড়ির মধ্যে করোনা বিধি না মানাকে। আম-আদমির করোনা ক্লান্তি ও অসচেতনতার জেরেই রাজ্যের এই অবস্থা হচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "করোনা প্রতিরোধ করতে আগে বাড়িতে মাস্ক পরার অভ্যেস করতে হবে। অনেকেই হোম কোয়ারেন্টিন অবস্থায় বাড়ির সকলের সঙ্গে মেলামেশা করেই থাকছেন। কিন্তু তাতেই ঘটছে বিপদ।" যদিও সরকারের তরফে বারবার সচেতন করা হলেও সাধারণ মানুষের বিশেষ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।

কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

অন্যদিকে কেরলের করোনা পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তাঁর দাবি সংক্রমণের গতিপ্রকৃতি বুঝতে গেলে আগে করোনা টেস্টের পরিমাণ বৃদ্ধি করতে হবে। হোম আইসোলেশনে থাকা মানুষদের কঠোরভাবে পর্যবেক্ষণ করা দরকার বলেও মত প্রকাশ করেন তিনি। এদিকে ৮০ শতাংশের বেশি করোনা পজিটিভ রোগী বাড়িতেই আইসোলেশনে রয়েছে। সেখানে কিছু গোলযোগ থেকে যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। ফলে সহজেই ছড়াচ্ছে করোনা।

একনজরে কেরলের করোনা পরিসংখ্যান

একনজরে কেরলের করোনা পরিসংখ্যান

অন্যদিকে পরিসংখ্যান বলছে বর্তমানে কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লক্ষ ৪৬ হাজারের বেশি। মারা গিয়েছেন ২০ হাজারে বেশি মানুষ। বর্তমানে গোটা রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ১ লক্ষ ৯৫ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৩৭ লক্ষের বেশি মানুষ।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Fear of Kerala corona infection, upward rising stick question on govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X