For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবেন্দ্র ফড়নবিশকে লজ্জাজনক ভাবে পদত্যাগ করতে হবে, হুঁশিয়ারি কংগ্রেসের

Google Oneindia Bengali News

শনিবার দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু বিজেপি নেতাকে লজ্জাজনক ভাবে তাঁর পদ ছআড়তে হবে বলে দাবি করল কংগ্রেস। সবাইকে অবাক করে শনিবার অজিত পাওয়ারকে নিজের ডেপুটি হিসাবে নিয়োগ করে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। এর পরেই এনসিপি সুপ্রিমো শর পাওয়ার জানিয়ে দেন যে বিজেপির সঙ্গে হাত মেলানো অজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত, এনসিপি সেই সিদ্ধান্তের সঙ্গে সহমত নয়।

কেসি বেণুগোপালের হুঁশিয়ারি

কেসি বেণুগোপালের হুঁশিয়ারি

এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "শুধু গুটিকয়েক এনসিপি বিধআয়ক বিজেপির এই ফাঁদে পা দিয়েছেন। কংগ্রেস ও এনসিপির বাকি সব বিধআয়ক আমাদের সঙ্গে রয়েছেন।" তিনি আরও অভিযোগ করেন যে বেআইনি ভাবে বিজেপি এই সরকার গঠন করেছে। এবং তিনি বলেন, "দেবেন্দ্র ফড়নবিশকে লজ্জাজনক ভাবে তাঁর পদ ছাড়তে হবে।"

'গণতন্ত্রের এই হত্যার সঙ্গে সমিল ছিলেন মোদী'

'গণতন্ত্রের এই হত্যার সঙ্গে সমিল ছিলেন মোদী'

তাঁর আরও অভিযোগ, "অনৈতিক ভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার। রাজ্যপাল দেবেন্দ্রকে তাঁদের সংখ্যার বিষয়ে স্পষ্ট না হয়েই সরকার গঠনের আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য শীর্ষ নেতারাও গণতন্ত্রের এই হত্যার সঙ্গে সমিল ছিল।"

সুপ্রিম কোর্টে গড়ালো বল

সুপ্রিম কোর্টে গড়ালো বল

এদিকে মহারাষ্ট্রে শনিবার রাজনৈতিক নাটক গড়াতে চলেছে রবিবার। মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশের শপথগ্রহণকে চ্যালেঞ্জ করে গতকালকেই সুপ্রিমকোর্টের জ্বারস্থ হয়েছে বিরোধীদলগুলি। এই মামলার জরুরি শুনানির আবেদনও মেনে আজ সকালে এন ভি রমনা, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্নার একটি বেঞ্চ এই মামলা শুনবে। বিরোধীরা সেখানেই দাবি জানাবেন যাতে রাজ্যপালের দেওয়া ৭দিন পর নয়, ফড়নবিশের সরকার তাদের সংখ্যাগরিষ্টতা প্রমাণ করুক আজ, অর্থাৎ রবিবারই। পাশাপাশি আজকের শুনানির ভিডিও রেকর্ডিংয়েরও দাবি তুলোছএন বিরোধীরা।

'রাজ্যপাল বিজেপির নির্দেশে কাজ করেছে'

'রাজ্যপাল বিজেপির নির্দেশে কাজ করেছে'

শিবসেনা, কংগ্রেস ও এনসিপি-র দাবি, বিজেপিকে ক্ষমতা পাইয়ে দিতে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। এই পরিস্থিতিতে বিধআয়কদের প্রভাবিত করা ও কেনাবেচা রুখতে ২৪ ঘন্টার মধ্যে আস্থা ভোট বা ফ্লোর টেস্টের আবেদন জানানো হয়। বিরোধীদলের আইনজীবী দেবদত্ত কামাত এই বিষয়ে বলেন, "শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে রবিবার সকালে। আবেদনে বলা হয়েছে, গভর্নর পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন এবং গভর্নরের মতো উচ্চ পদকে উপহাস করেছেন। রাজ্যপাল কেন্দ্রের ক্ষমতায় থাকা একটি বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে কাজ করেছেন।"

এখনও রেশ কাটেনি শনিবারের ঘটনাপ্রবাহের

এখনও রেশ কাটেনি শনিবারের ঘটনাপ্রবাহের

প্রসঙ্গত, শুক্রবার রাত পর্যন্ত সবাই জানত যে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস, এনসিপির সমর্থনে সরকার গঠন করতে চলেছে শিবসেনা। তবে শনিবার সকালে সব কিছু ওলটপালট করে দিয়ে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। এদিকে গতকাল সকালের অভাবনীয় ঘটনাপ্রবাহের পর এখনও পর্যন্ত সেনা-এনসিপি সংগঠিত থাকার কথা বলছে। দুই দলের প্রধান, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার ১২.৩০টা নাগাদ যৌথ সাংবাদিক সম্মেলনও করেন। আর আজ সম্মিলিত ভাবে শীর্ষ আদালতের সামনে দাঁড়িয়ে তিন দল বিজেপি সরকারের বিরুদ্ধে গলা চড়াবে।

English summary
congress threatens that devendra fadnavis will have to step down shamefully from cm post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X