For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সভাপতি পদে শশী থারুর না অশোক গেহলট! নির্বাচন ঘিরে চড়ছে পারদ

কংগ্রেসের সভাপতি পদে লড়তে পারেন শশী থারুর! ইতিমধ্যে সোনিয়া গান্ধীর তরফ থেকে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন বলেও দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। এমনকি এই পদের জন্য লড়াই করতে পারেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এমনটাই খবর শ

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের সভাপতি পদে লড়তে পারেন শশী থারুর! ইতিমধ্যে সোনিয়া গান্ধীর তরফ থেকে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন বলেও দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। এমনকি এই পদের জন্য লড়াই করতে পারেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এমনটাই খবর শোনা যাচ্ছে।

কংগ্রেসের সভাপতি পদে শশী থারুর না অশোক গেহলট!

সুত্র জানাচ্ছে, আগামী ২৫ অক্টোবর দিল্লি আসতে পারেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। এরপরের দিন অর্থাৎ ২৬ তারিখ সভাপতি পদের জন্যে মননোয়ন দাখিল অশোকবাবু করতে পারেন বলেও খবর। ফলে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

এর আগে সোমবার বিদেশ থেকে ফিরে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন শশী থারুর। দীর্ঘক্ষণ বৈঠক করেন। যেখানে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। বলে রাখা প্রয়োজন, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে একটি বিতর্কিত টুইট করেন শশী থারুর। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে যায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

ওই টুইটে কংগ্রেস সাংসদ লেখেন, 'দলের গঠনমূলক সংস্কার চেয়ে কংগ্রেসের তরুণ সদস্যরা একটি আবেদন প্রচার করছেন। সেই আবেদনে ইতিমধ্যে ৬৫০ জন স্বাক্ষর করেছে। এই আবেদনকে আমি সমর্থন করতে পেরে খুশি।'

প্রসঙ্গত, আবেদনে বলা হয়েছে, 'আমরা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতির নির্বাচনে প্রতিটি প্রার্থীর কাছে আবেদন জানাচ্ছি, সভাপতি নির্বাচনের ১০০ দিনের মধ্যে উদয়পুর ঘোষণা বাস্তবায়িত করতে হবে। সভাপতি নির্বাচনের পরেই তাঁকে জনসম্মখে এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে।'

উল্লেখ্য, কংগ্রেসের প্রবীণ নেতারা দলের সংস্কারের কথা বলেছিলেন। ২০২২ সালের মে মাসে রাজস্থানের উদয়পুরে একটি কংগ্রেসের শিবির হয়। সেখানেই সংস্কারের কথা উঠে আসে। কংগ্রেসকে পুরনরুজ্জীবিত করতে এবং দলের অভ্যন্তরে দ্বন্দ্ব মেটানোর কথা আলোচনা হয় সেখানে। শুধু তাই নয়, সংস্কারের প্রয়োজন বলেও আলোচনায় উঠে আসে। একদিকে দলের তরুণ নেতাদের অগ্রাধিকারের কথা বলা হয়। অন্যদিকে 'এক ব্যক্তি, একটি পদ' এবং 'এক পরিবার, একটি টিকিট' নিয়ম বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটাই 'উদয়পুর ঘোষণা' নামে পরিচিত।।

একদিকে যখন এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে অন্যদিকে দলের একাংশ ফের একবার সভাপতি পদের জন্য রাহুল গান্ধীকেও চাইছেন।

ফলে নির্বাচনের আগে চড়ছে উত্তেজনা। কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ২২ সেপ্টেম্বর। এবং মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। একাধিক প্রার্থীর ক্ষেত্রে ১৭ অক্টোবর ভোটগ্রহণ করা হবে এবং ১৯ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

অন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ! ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত চাইল দক্ষিণ আফ্রিকাঅন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ! ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত চাইল দক্ষিণ আফ্রিকা

English summary
congress president election: Who will be next congress president, Shashi tharoor Or Ashok Gehlot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X