গান্ধী পরিবারের নিরাপত্তা কমানোর প্রতিবাদে সংসদে ওয়াক আউট কংগ্রেসের
গান্ধী পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা দেওয়া হত এতোদিন। এসপিডি সিকিউরিটি পেতেন রাহুল থেকে প্রিয়াঙ্কা সকলেই। হঠাৎ করে সেই নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে মোদী সরকার। তারই প্রতিবাদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে সরব হল কংগ্রেস।

গান্ধী পরিবারের সদস্যরা যেকোনও সময় আক্রান্ত হতে পারেনই এই অভিযোগে ওয়াক আউট করলেন কংগ্রেস সাংসদরা। সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রতিশোধের রাজনীতি করছে মোদী সরকার অভিযোগ করেছে কংগ্রেস। কয়েকজন সাংসদ তামিল ভাষাতেও স্লোগান দিতে শুরু করেছিলেন।
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, এরপরে যদি কংগ্রেস পরিবারের কারোর উপর কোনও ধরনের হামলা হয় তাহলে তার দায় নিতে হবে মোদী সরকারকে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এসপিজি নিরাপত্তা কমিয়ে দেওয়ার মোদী সরকারের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন তিনি।
কেন গান্ধী পরিবারের সদস্যদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল তার জবাব তলব করেছেন অধীর চৌধুরী। কীসের এতো প্রয়োজন তা জানাতে হবে সরকারকে। সংসদে এমনই দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ।
কংগ্রেস সাংসদদের বার বার শান্ত থাকার অনুরোধ করেন স্পিকার ওম বিড়লা। এমনকী না থামলে তাঁদের শাস্তি দেওয়ারও হুমকি দেন তিনি। কিন্তু কোনও মতেই থামানো যায়নি কংগ্রেস সাংসদদের। শেষে তাঁরা ওয়াক আউট করেন।