For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনার সঙ্গে লড়তে ডাউনলোড করুন আরোগ্য সেতু, টুইট নরেন্দ্র মোদীর

‌করোনার সঙ্গে লড়তে ডাউনলোড করুন আরোগ্য সেতু, টুইট নরেন্দ্র মোদীর

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে '‌আরোগ্য সেতু’‌ মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য আর্জি করেছেন। তিনি জানিয়েছেন এটি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার দারুণ একটি অ্যাপ।

আরোগ্য সেতু ডাউনলোড করার অনুরোধ

আরোগ্য সেতু ডাউনলোড করার অনুরোধ

মোদী একগুচ্ছ টুইটে বৃহস্পতিবার বলেন, ‘‌কোভিড-১৯-এর সংক্রমণ ট্র‌্যাক করে এবং আপনাকে জানান দেয় যে আপনার আশেপাশে কোনও সংক্রমিত রোগী রয়েছে কিনা। এছাড়াও বিভিন্ন রাজ্যের সহায়তা-ডেস্কের নম্বরের তালিকাও আপনাকে সাহায্য করবে।'‌ এই মোবাইল অ্যাপ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের পরপর টুইট করলেন মোদী।

অ্যাপের লিঙ্কও দিয়ে দেন মোদী

যাঁরা এই অ্যাপটি ইতিমধ্যেই ব্যবহার করছেন তাঁদের টুইটের জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‌কেবল কোভিড-১৯-এর ভয়ের অনুভূতিই সাহায্য করবে না।'‌ তিনি বলেন, ‘‌আমাদের সঠিক আগাম সতর্কতা নিতে হবে এবং এই মহামারির সঙ্গে লড়াই করতে হবে। এই দিক থেকে আরোগ্য সেতু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'‌ বুধবার মোদী টুইট করে বলেন, ‘‌প্রযুক্তিকে উন্নত করে এটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। অনেকেই এই অ্যাপ ব্যবহার করছেন এবং আরও অনেকে করলে এর কার্যকারিতা বাড়বে।'‌ অনলাইন স্টোর থেকে ডাউনলোড করার জন্য তিনি অ্যাপের লিঙ্কও দিয়ে দেন।

আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার

আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার

২ এপ্রিল সরকার এই আরোগ্য সেতু অ্যাপটি চালু করেন। যাতে মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের দূরে রাখতে পারেন। এই অ্যাপটি নতুন করোনা আক্রান্তের খোঁজ দেয় ব্যবহারকারীকে, যদি সে ধারেকাছে থাকে।

English summary
The government had on April 2 launched the mobile app to help people assess themselves the risk of getting infected with coronavirus and alert authorities if they have come in close contact with a person infected with the deadly virus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X