For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী'ফান্ডিং' নিশ্চিত করতে কৃষি আইন এনেছে বিজেপি! আইনের 'কপি' ছিঁড়ে বিধানসভায় বিস্ফোরক কেজরিওয়াল

নির্বাচনী'ফান্ডিং' নিশ্চিত করতে কৃষি আইন এনেছে বিজেপি! আইনের 'কপি' ছিঁড়ে বিধানসভায় বিস্ফোরক কেজরিওয়াল

  • |
Google Oneindia Bengali News

কৃষি আইন ঘিরে কার্যত ধুন্ধুমার বেঁধে যায় দিল্লি বিধানসভায়। এদিন এই আইনের প্রতিবাদ
করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিধানসভার কক্ষের মধ্যেই ছিঁড়ে দেন আইনের একটু 'কপি'। তাঁর সঙ্গেই আম আদমি পার্টির একাধিক বিধায়কও ছিঁড়ে ফেলেন আইনের কপি। এরপরই বিস্ফোরক বক্তব্য রাখেন কেজরিওয়াল।

বিস্ফোরক কেজরিওয়াল

বিস্ফোরক কেজরিওয়াল

এদিন কৃষিবিল নিয়ে দিল্লি বিধানসভার অন্দরে চরম উত্তেজিত পরিস্থিতির মাঝেই কেজরিওয়াল বলেন, ' কী তাড়াহুড়ো ছিল কৃষি বিলকে তাড়াতাড়ি অতিমারীর মধ্যে সংসদে পাশ করানোর? রাজ্যসভায় ভোটাভুটি ছাড়াএই প্রথম এভাবে কৃষি আইন পাশ হল। যেখানে কয়েকজন সদস্য পর্যন্ত বিরোধিতা করেছিলেন এর...। '

 পর পর তোপ কেজরিওয়ালের

পর পর তোপ কেজরিওয়ালের

' গত ৬-৭ বছরে বিজেপি নির্বাচনকে দামী করে তুলেছে। এই আইন কৃষকদের জন্য পাশ করা হয়নি। বিজেপির নির্বাচনী ফান্ডিং কে নিশ্চিত করতে এই আইনগুলি এনেছে বিজেপি। ' প্রসঙ্গত, তাঁর টার্গেট যে দেশের তাবড় এক কর্পোরেট সেক্টর ছিল তা বলাই বাহুল্য। কেজরিওয়ালের ইঙ্গিত সেখান থেকে যাতে বিজেপির ঘরে নির্বাচনে খরচের ফান্ডিং চলে আসে, তা নিশ্চিত করতেই এই আইন এসেছে। যে আইন কর্পোরেট সেক্টরগুলিকে সুবিধা পাইয়ে দিচ্ছে বলে তাঁর মত।

ব্রিটিশ রাজের সঙ্গে বিজেপির তুলনা

ব্রিটিশ রাজের সঙ্গে বিজেপির তুলনা

এদিন কেজরিওয়াল সাফ জানিয়েছেন , দিল্লি এই ৩ টি কেন্দ্রীয় আইন মানবে না। পাশাপাশি তিনি মোদী সরকারের সঙ্গে ব্রিটিশরাজের তুলনা করেন। তাঁর দাবি কৃষকদের ২০ দিনে পড়া আন্দোলনকে যেন সত্ত্বর গুরুত্ব দিয়ে দেখে বিজেপি।

'প্রতিটি প্রতিবাদী কৃষক ভগৎ সিং'

'প্রতিটি প্রতিবাদী কৃষক ভগৎ সিং'

এদিন প্রতিটি প্রতিবাদী কৃষককে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, বিজেপি বারবার কৃষিআইন ইস্যুতে ভুল বোঝানোর চেষ্টায় রয়েছে কৃষকদের। যার তীব্র বিরোধিতা করছে আম আদমি পার্টি।

তৃণমূলে শুরু থেকে শেষ, দু'দশকের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু তৃণমূলে শুরু থেকে শেষ, দু'দশকের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু

English summary
CM Kejriwal, AAP MLAs tear copies of farm laws in Delhi Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X