For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি হিংসা:‌ স্কুলে পরীক্ষা দিতে গিয়ে গত তিনদিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্রী

দিল্লি হিংসা:‌ স্কুলে পরীক্ষা দিতে গিয়ে গত তিনদিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্রী

Google Oneindia Bengali News

১৩ বছরের কিশোরী তিনদিন আগে খাজুরি খাস এলাকায় পরীক্ষা দিতে গিয়েছিল। কিন্তু উত্তর–পূর্ব দিল্লির সংঘর্ষের পর থেকে তার আর কোনও সন্ধান মেলেনি। বুধবার পুলিশ একথা জান‌িয়েছে।

নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্রী

নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্রী

অষ্টম শ্রেণীর ওই ছাত্রী তার মা-বাবার সঙ্গে সনিয়া বিহারে থাকত। সোমবার সকালে তার বাড়ি থেকে ৪.‌৫ কিমি দূরে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যায়, কিন্তু তারপর থেকে আর বাড়ি ফিরে আসেনি ওই কিশোরী। ওই কিশোরীর বাবা পেশায় বস্ত্র ব্যবসায়ী তিনি বলেন, ‘‌আমি তাকে স্কুল থেকে আনতে যাই ৫.২০-তে। কিন্তু আমি চলতে থাকা সংঘর্ষের মধ্যে পড়ে যাই। সেই থেকে আমার মেয়ে নিখোঁজ।'‌ পুলিশ জানিয়েছে যে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

পরিবার থেকে বিচ্ছিন্ন ৭০ বছরের বৃদ্ধ

পরিবার থেকে বিচ্ছিন্ন ৭০ বছরের বৃদ্ধ

মৌজপুরের বিজয় পার্কের ৭০ বছরের বাসিন্দা, তাঁর পরিবার শিব বিহারের একটি বাড়িতে আটকে রয়েছে। মঙ্গলবার রাত থেকে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি তিনি। ওই ব্যক্তি বলেন, ‘‌শিব বিহারের কাছে মেদিনা মসজিদ সংলগ্ন এলাকায় আমার বাড়ি রয়েছে। সেখানে আমার দুই সন্তান থাকে, অন্য দুই সন্তান আমার সঙ্গে বিজয় পার্কে থাকে। ওই এলাকায় সংঘর্ষের কারণে আমি তাদের কাছে পৌঁছাতে পারছি না এবং মঙ্গলবার রাত থেকে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।'‌ ওই ব্যক্তি আরও বলেন, ‘‌তারা আমায় মঙ্গলবার জানিয়েছিল যে বিক্ষোভকারীরা তাদের বাড়ি ঘিরে রয়েছে কিন্তু তারা পালিয়ে আসতে সফল হয়েছে। কিন্তু এখন তারা কোথায় আছে কিচ্ছু জানি না। ওই এলাকায় অশান্তির পরিবেশ রয়েছে আমি পুলিশের কাছে আবেদন করব আমাদের সাহায্য করুন।'‌

১০৬ জন গ্রেফতার দিল্লির ঘটনায়

১০৬ জন গ্রেফতার দিল্লির ঘটনায়

দিল্লি পুলিশ ১৮টি এফআইআর করেছে। ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত হিংসার কারণে মৃত্যু হয়েছে ২৮ জনের। আহত ২০০ জনেরও বেশি।

English summary
The girl, a Class 8 student, lived with her parents in Sonia Vihar suburb and had gone to her school, some 4.5 km from their home, Monday morning but has not returned since
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X