For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন সীমান্তে শান্তি আসবে 'চূড়ান্ত সমাধান'-এর মাধ্যমে, মন্তব্য নয়া সেনাপ্রধানের

Google Oneindia Bengali News

সেনা প্রধান হিসাবে দায়িত্ব সামলেই চিন সীমান্তে শান্তি বজায় রাখা নিয়ে মুখ খুললেন জেনারেল মুকুন্দ নারভানে। বুধবার এই বিষয়ে তিনি বলেন, 'চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত এড়াতে বিতর্কিত সব জমির বিষয়ে ফয়সলা করতে হবে'। পাশাপাশি উত্তর-পূর্বের সীমান্তে সেনাবল বাড়ানোর বিষয়েও এদিন জোর দেন জেনারেল মুকুন্দ।

'বিতর্কিত এলাকাগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে'

'বিতর্কিত এলাকাগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে'

জেনারেল মুকুন্দ জানান, অতীতে ভারতের বেশিরভাগ মনযোগই পশ্চিমে পাকিস্তানে সীমান্ত নিয়ে ছিল। তবে এখন পূর্বে চিন সীমান্ত নিয়েও ভাবার সময় এসেছে। তিনি বলেন, 'চিনের সঙ্গে আমাদেন সীমান্ত লাইন অফ অ্য়কচুয়াল কন্ট্রোল দ্বারা নির্ধারিত। তবে বেশ কয়েকটি এলাকা নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত রয়েছে। বিতর্কিত সেই এলাকাগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অবশ্য আমরা গত কয়েক বছরে সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে অনেকটাই অগ্রসর হয়েছি।'

'শান্তি বিরাজ করবে'

'শান্তি বিরাজ করবে'

নবনিযুক্ত সেনাপ্রধান আরও বলেন, 'আমি নিশ্চিত যে দুই দেশের সীমান্তে আখেরে শান্তি বিরাজ করবে। এবং আমরা একটি সুনির্দিষ্ট চূরান্ত সমাধআন সূত্র বের করতে সমর্থ হব।' ভারতের সঙ্গে চিনের লাইন অফ অ্য়কচুয়াল কন্ট্রোলের দৈর্ঘ্য ৩৪৮৮ কিলোমিটার। ভারতের অরুণাচল প্রদেশ ও তিব্বতের দক্ষিণ ভাগকে চিন বরাবরই তাদের দেশের অংশ বলে দাবি করে এসেছে। তবে প্রতিবারই ভারত সেই দাবিকে খন্ডণ করে এসেছে।

'পাকিস্তানের পাশাপাশি চিন সীমান্তে নজর দিতে হবে'

'পাকিস্তানের পাশাপাশি চিন সীমান্তে নজর দিতে হবে'

জেনারেল নারভানে বলেন, 'অতীতে আমাদের প্রায় পুরো নজরই আমাদের পশ্চিম সীমান্তে (পাকিস্তান সীমান্ত) টিকে ছিল। আমাদের উত্তর পূর্ব সীমান্তেও তথধিক নজর দিতে হবে। আমরা এই কারণেই উত্তর ও উত্তর-পূর্বে আমাদের সেনা বল বাড়ানোর পরিকল্পনা করছি।' তিনি আরও দাবি করেন যে, দেশের সেনাবাহিনী সকল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বদাই তৈরি। তা ছাড়া সেনাকে মানবাধিকার সম্পর্কে সম্পূর্ণ ভাবে অবগত করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

'সেনাবাহিনী তৈরি'

'সেনাবাহিনী তৈরি'

সেনাবাহিনী তৈরি থাকা সম্পর্কে সেনাপ্রধান বলেন, 'আমি সকল দেশবাসীকে আস্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনী দেশকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর এবং আমরা তৈরি। আমরা দেশের উপর কোনও রকম আঁচ আসতে দেব না। আমরা সব সময় সব রকম পরিস্থিতির উপর নজর রাখছি। আমাদের সেনা পুরোপুরি তৈরি। আমাদের অত্যাধুনিকীকরণের মাধ্যমে সেনাকে তৈরি রাখতে হবে। আমরা আমাদের শক্তি আরও বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা নিচ্ছি।'

English summary
China Border Dispute to be resolved by eventual solution says army chief general narvane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X