For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২০১৫ সালে ২,২৬৪ জন চিনার ভারতে অনুপ্রবেশ নিয়ে মোদীকে প্রশ্ন করুন', চিদাম্বরমের তোপ জেপি নাড্ডাকে

'২০১৫ সালে ২,২৬৪ জন চিনার ভারতে অনুপ্রবেশ নিয়ে মোদীকে প্রশ্ন করুন', চিদাম্বরমের তোপ নাড্ডাকে

  • |
Google Oneindia Bengali News

লাদাখে ভারত চিন পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। বারবার বিরোধী শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, ভারতে চিনা অনুপ্রবেশ হয়েছে কী না! চিন ভারতের ভূখণ্ড দখল করে রেখেছে কী না! এমনই বেশ কিছু পরিস্থিতি নিয়ে এবার বিজেপির জেপি নাড্ডাকে খোঁচা দিতে ছাড়লেন না কংগ্রেসের পি চিদাম্বরম।

চিনা-ভারত সংঘাত নিয়ে কংগ্রেস বনাম বিজেপি

চিনা-ভারত সংঘাত নিয়ে কংগ্রেস বনাম বিজেপি

বিজেপি সভাপতি জেপি নাড্ডার দাবি ছিল, কংগ্রেসের শাসনকালে ৬০০ জন চিনা নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। যা নিয়ে বিজেপি জবাবদিহি চেয়েছে কংগ্রেসের কাছে। এরপরই পাল্টা জবাব আসে কংগ্রেসের পি চিদাম্বরমের তরফে।

 চিদাম্বরমের প্রশ্ন

চিদাম্বরমের প্রশ্ন

এদিন কংগ্রেসের তরফে পি চিদাম্বরম পাল্টা প্রশ্ন তুলে জিজ্ঞাসা করেছেন, জেপি নাড্ডা তাঁদের প্রধানমন্ত্রী মোদীকে কেন জিজ্ঞাসা করছেন না যে ২০১৫ সালে ২২৬৪ জন চিনা ভারতে প্রবেশ করেছিলেন কিনা? এরপর একধাপ এগিয়ে চিদাম্বরমের দাবি, 'আমি চ্য়ালেঞ্জ নিয়ে বলতে পারি মোদীকে এই প্রশ্ন তিনি জিজ্ঞাসা করবেন না?'

২০১০-২০১৩ সালে কী ঘটেছিল?

২০১০-২০১৩ সালে কী ঘটেছিল?

চিদাম্বরম এদিন, নাড্ডার প্রশ্নের জবাবও দিয়েছেন। মনমোহন সিং এর আমলে যে চিনা অনুপ্রবেশের প্রসঙ্গ নাড্ডা তুলে ছিলেন , তার জবাবে চিদাম্বরম বলেন, ২০১০ থেকে ২০১৩ সালে ভারতে চিন অনুপ্রবেশ হয়। সেই সংয় ৬০০ অবৈধ অনুপ্রবেশকারী ভারতে আসে। তবে কোনও সংঘাত হয়নি।

লাদাখ সীমান্তে কী ঘটছে?

লাদাখ সীমান্তে কী ঘটছে?

সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে ভারত চিন সীমান্তের মলদো এলাকার চুসুল সেক্টরে দুই দেশের সেনার মধ্যে শুরু হয়েছে আলোচনা। সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া আলোচনা শেষ হয়েছে রাত সাড়ে ১১ টায়। যদিও শেষমেশ কোনও সমাধান সূত্র পায়নি দুই পক্ষই। এদিনও এই বৈঠক চলবে বলে খবর।

<strong>ভারতীয় আইটি সংস্থাগুলিতে ট্রাম্পের H1B ভিসা নীতি কোন প্রভাব ফেলতে পারে! ন্যাসকমের প্রবল সমালোচনা </strong>ভারতীয় আইটি সংস্থাগুলিতে ট্রাম্পের H1B ভিসা নীতি কোন প্রভাব ফেলতে পারে! ন্যাসকমের প্রবল সমালোচনা

English summary
Chidambaram attacks JP Nadda, says, Ask PM about 2,264 Chinese incursions since 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X