For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জারি করা হল আনলক ৪-এর নির্দেশিকা, কবে থেকে চালু হচ্ছে মেট্রো পরিষেবা?

Google Oneindia Bengali News

আনলক ৪-এর নির্দেশিকা জারি করল কেন্দ্র। নির্দেশিকায় জানানো হল, ৭ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। এজন্য় প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলা হবে। তাছাড়া ১ সেপ্টেম্বর থেকে সামাজিক, ধর্মীয়-সহ বিভিন্ন কারণে ১০০ জনের জমায়েত করা যাবে। তবে এর মধ্যেও থাকবে বেশ কিছু বিধিনিষেধ।

মমতা-কেজরিওয়ালের আবেদন

মমতা-কেজরিওয়ালের আবেদন

এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মেট্রো লোকাল ট্রেন চালানোর বিষয়ে নবান্নের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল রেল মন্ত্রককে। দিল্লি সরকারও মেট্রো রেল পরিষেবা চালুর দাবি তুলেছিল। সেই দাবিতে সহমত কেন্দ্র। গাইডলাইনে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে মেট্রো রেল পরিষেবা চালু করা যাবে।

খুলছে স্কুল কলেজ

খুলছে স্কুল কলেজ

এদিকে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক ৪-এর গাইডলাইন প্রকাশ করে জানানো হয়, স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ সেপ্টম্বর পর্যন্ত বন্ধই থাকবে। তবে ২১ সেপ্টেম্বর থেকে কিছু বিধিনিষেধ মেনে শিক্ষক, শিক্ষিকা ও উঁচু শ্রেণির পড়ুয়ার কন্টেনমেন্ট জোনের বাইরের অবস্থিত স্কুলে যেতে পারবেন।

বিধিনিষেধ মেনে সমাবেশ

বিধিনিষেধ মেনে সমাবেশ

এছাড়া সামাজিক, শিক্ষামূলক, খেলা, বিনোদন, সংস্কৃতি ও ধর্মীয় সমাবেশ আগামী ২১ সেপ্টেম্বর থেকে করা যাবে। তবে ১০০ জন ব্য়ক্তি অংশ নিতে পারবেন। এদিকে ২১ সেপ্টেম্বর থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুলের ক্ষেত্রে লকডাউনের নিয়ম কিছুটা শিথিল হবে। শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবেন। অনলাইন টিচিং এবং টেলিকাউন্সিলের জন্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পঞ্চাশ শতাংশের বেশি একসঙ্গে স্কুলে থাকতে পারবেন না।

স্কুল-কলেজের নির্দেশিকা

স্কুল-কলেজের নির্দেশিকা

কনটেইনমেন্ট জোনের বাইরে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে। তবে তা বাধ্যতামূলক নয়। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ল্যাবরেটরি ব্যবহার করা যাবে। গবেষকরাও প্রয়োজন মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এ জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা এসওপি ঘোষণা করবে।

English summary
Central Govt announces Unlock 4 guidelines as metros to start operation from 7th september
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X