For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে আন্তঃরাজ্য পরিবহণ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের! খর্ব রাজ্যের অধিকার?

Google Oneindia Bengali News

করোনা সক্রমণ রুখতে দেসে দীর্ঘ সময় ধরে লকডাউন লাগু করা হয়েছিল। সেই লকডাউন পর্ব শেষে এখন ধীরে ধীরে আনলক পর্ব চলছে দেশে। আর সেই আবহেই এবার আন্তঃরাজ্য পরিবহণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রে। আন্তঃরাজ্য পণ্য পরিবহণে যুক্ত থাকা গাড়ি চলাচলে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারবে না বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

 এক রাজ্য থেকে আরেক রাজ্যে অবাধে যাতায়াত সম্ভব হয়নি

এক রাজ্য থেকে আরেক রাজ্যে অবাধে যাতায়াত সম্ভব হয়নি

জরুরী পরিষেবা চালু থাকলেও লকডাউনের সময়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে অবাধে যাতায়াত সম্ভব হয়নি৷ কিন্তু এখন পরিস্থিতি অন্য৷ এই সময়ে যাতে কোনও ব্যক্তি বা পণ্যবাহী গাড়ির এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াতে কোনও সমস্যা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রত্যেক রাজ্যকেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

চলছে আনলক পর্ব

চলছে আনলক পর্ব

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটানা কয়েক মাসের লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়েছে। একটানা লোকসানের জেরে ইতিমধ্যেই দেশের একাধিক ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যে-রাজ্যে বাড়ছে বেকার। দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে তাই আনলক পর্ব শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত

এই আনলক পর্ব যাতে মসৃণ ভাবে চলে তাই স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার পাঠানো নির্দেশিকাতে বলা হয়, আন্তঃরাজ্য পণ্য পরিবহণের ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আলাদা করে কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। দেশের একাধিক রাজ্য আন্তঃরাজ্য পণ্য পরিবহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে। কোনও-কোনও রাজ্যে এই ধরনের নিষেধাজ্ঞার জেরে সমস্যায় পড়তে হচ্ছে গাড়িচালক ও মালিকদের। সাধারণ মানুষের জন্য পণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঘোরতর সমস্যা হচ্ছে।

অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি

অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি

বেশ কয়েকটি রাজ্যে পণ্য পরিবহণে যুক্ত থাকা গাড়িগুলিকে আটকানোর জেরে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। যদিও এখনও করোনার সংক্রমণ চোখ রাঙাচ্ছে গোটা দেশে। তবে এরই মধ্যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়িক কার্যকলাপ। এই পরিস্থিতিতে একাধিক রাজ্যে আন্তঃরাজ্য গাড়ি চলাচলে বিধি-নিষেধ জারির খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে কেন্দ্রীয় সরকার।

করোনা সক্রমণ বাড়ছে দেশে

করোনা সক্রমণ বাড়ছে দেশে

এদিকে ভারতে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৮৭৮ জন। এখনও পর্যন্ত এটিই দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

English summary
Central Government orders state not to impose any bar on inter-state, intra-state travel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X