For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ টাকা ঘুষের মামলা এবার সিবিআইয়ে! ডাক বিভাগের দুর্নীতি তদন্তে

প্রতি ২০ হাজার টাকা জমা দিতে ১০০ টাকা ঘুষ দিতে হত। ডাক আধিকারিকদের বিরুদ্ধে এজেন্টের কাছ থেকে এই ১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এফআইআর নথিভুক্ত করল সিবিআই।

Google Oneindia Bengali News

প্রতি ২০ হাজার টাকা জমা দিতে ১০০ টাকা ঘুষ দিতে হত। ডাক আধিকারিকদের বিরুদ্ধে এজেন্টের কাছ থেকে এই ১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এফআইআর নথিভুক্ত করল সিবিআই। সাধারণত বড় কোনও কেলেঙ্কারি উদ্ঘাটনের জন্য সিবিআইয়ে মামলা রুজু হয়। কিন্তু ১০০ টাকা ঘুষের জন্য সিবিআইয়ে মামলা একেবারেই স্বতন্ত্র।

১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা সিবিআইয়ে

উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার ঘটনা। এজেন্টের স্বামীর অভিযোগের ভিত্তিতে সিবিআই এফআইআর নথিভুক্ত করেছে। তিনি অভিযোগ করেছেন, সুপারিনটেনডেন্ট সন্তোষ কুমার সরোজ এবং ডাক সহকারী সুরজ মিশ্র তাঁর কাছ থেকে প্রতি ২০ হাজার টাকা জমা নিতে ১০০ টাকা ঘুষ চেয়েছিলেন।

এই মামলা গ্রহণ প্রসঙ্গে সিবিআইয়ের এক আধিকারিক বলেন, কোনও মামলাই আমাদের পক্ষে বড় বা ছোট নয়। আমরা সব ধরনের মামলাই সমান গুরুত্ব দিই। অভিযোগকারী বলেন, তাঁর স্ত্রী গ্রামবাসীদের কাছ থেকে ডাক-সঞ্চয় সংগ্রহ করেন এবং প্রতাপগড়ের কুন্দার সাব-পোস্ট অফিসে জমা করেন এবং তিনি তাকে কাজে সহায়তা করেন।

অভিযোগকারী বলেন, বিগত ২৫ নভেম্বর এবং ২৬ নভেম্বর যথাক্রেম তাঁর কাছে থেকে ৫০০ ও ৩০০ টাকা নিয়েছিলেন। সার্ভিস চার্জের নাম করে এই টাকা নেওয়া হত। তিনি এই টাকা নেওয়ার বিরোধিতা করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, প্রতি ২০ হাজার টাকা আমানতের জন্য ১০০ টাকা দিতে অস্বীকার করায় তাকে কাজ বন্ধ করতে পরামর্শও দিয়েছিলেন।

English summary
CBI registers an FIR against postal officers in alleged of bribe of Rs 100. An agent alleges against postal officers in Uttar Pradesh's Pratapgarh district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X