For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে থেকে শিক্ষা, এবার সেনার জন্য বিমান তৈরি করবে টাটার সংস্থা! অনুমোদন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির

ভারতীয় বায়ু সেনার (indian air force) জন্য ৫৬ টি পরিবহণ বিমান (transport aircraft) কেনা হবে। এর জন্য অনুমোদন দিয়েছে দেশের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি (cabinet committee on security) । বিমানগুলি কেনা হবে স্পেনের এয়া

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় বায়ু সেনার (indian air force) জন্য ৫৬ টি পরিবহণ বিমান (transport aircraft) কেনা হবে। এর জন্য অনুমোদন দিয়েছে দেশের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি (cabinet committee on security) । বিমানগুলি কেনা হবে স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেশের থেকে। এর মধ্যে ১৬ বিমানকে স্পেন থেকে উড়িয়ে আনা হবে। আর ৪০ টি তৈরি করা হবে এদেশেই।

রাফালে থেকে শিক্ষা, এবার সেনার জন্য বিমান তৈরি করবে টাটার সংস্থা! অনুমোদন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির

প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, চুক্তি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ১৬ টি বিমান স্পেন থেকে উড়িয়ে আনা হবে। আর ৪০ টি বিমান তৈরি করা হবে এদেশে। চুক্তির ১০ বছরের মধ্যে সেগুলি দেশে তৈরি করবে টাকা কনসর্টিয়াম।
এটাই প্রথম এমন একটি প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে চুক্তি হল যেখানে সেনার জন্য বিমান (56C-295MW transport aircraft) তৈরি হবে দেশের মাটিতে এবং তা তৈরি করবে একটি বেসরকারি সংস্থা। ৫৬ টি বিমানের সবকটিকেই দেশিয় ইলেকট্রনিক ওয়ারফেরা স্যুট দিয়ে ইনস্টল করা হবে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

টাকা কনসর্টিয়াম ছাড়াও, এই প্রোজেক্ট দেশের এয়ারোস্পশ ইকোসিস্টেমকে উন্নত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা এই প্রোজেক্টে বেশ কিছু ক্ষুদ্র ছোট, মাঝারি সংস্থা যুক্ত হবে। এইসব সংস্থাগুলি বিমানের যন্ত্রাংশ তৈরি করবে।
এই প্রোজেক্ট আত্মনির্ভর ভারত অভিযানকে উৎসাহিত করবে বলেও মনে করেছে বিশেষজ্ঞরা। কেননা দেশের বেসরকারি সংস্থাগুলির সামনে প্রতিযোগিতামূলক বিমান শিল্পে অংশ গ্রহণের দরজাও খুলে দিতে চলেছে। এই প্রোজেক্টের মাধ্যমে বিমান শিল্পে দেশের আমদানির ওপর নির্ভরতা কমবে আর রপ্তানিও বাড়বে।

এই প্রোজেক্টের মাধ্যমে সরাসরি প্রায় ৬০০-র মতো অত্যন্ত দক্ষ লোকের চাকরি হবে। অন্যদিকে পরোক্ষে প্রায় ৩ হাজার মাঝারি দক্ষ কর্মীর চাকরির সুযোগ তৈরি হবে। বিমান ও প্রতিরক্ষা শিল্পে ৪২.৫ লক্ষ মানব ঘন্টা কাজের সুযোগ তৈরি হবে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে এই বিমান তৈরির শিল্পে যেসব সংস্থা টাকা কনসর্টিয়ামকে যন্ত্রাংশ সরবরাহ করবে, তারাও স্বীকৃতি পাবে। দেশেই বিমান তৈরি হওয়ায়, সেগুলির সার্ভিসিং-এর সুবিধাও দেশেই থাকবে।
স্পেন থেকে আনা C-295MW বিমান ৫-১০ টন মাল বহন করতে সক্ষম। যার এই মুহূর্তে দেশে চালু বিমান বাহিনীর অ্যাভ্রো বিমানের জায়গা নেবে। নতুন এই বিমানে সেনা ও পণ্য নামানোর জন্য র‍্যাম্প ডোরও থাকবে।

এলপিজির ভর্তুকি কি এবার বন্ধ হতে চলেছে? জেনে নিন মোদী সরকারের নতুন পরিকল্পনাএলপিজির ভর্তুকি কি এবার বন্ধ হতে চলেছে? জেনে নিন মোদী সরকারের নতুন পরিকল্পনা

English summary
Cabinet committee on Security approves procurement of 56 transport aircraft from Spain's Airbus among them 16 will be delivered in flyaway condition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X