For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ওএসডির ঘুষের টাকায় শাহিনবাগকে বিরিয়ানি খাইয়েছেন মণীশ', দিল্লিতে ফের বিতর্কে বিজেপির পরবেশ

  • |
Google Oneindia Bengali News

ফের একবার খবরে বিজেপির বিতর্কিত নেতা পরবেশ বর্মা। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারপর্ব শেষ হলেও , পরোক্ষে তোপ আর পাল্টা তোপের ক্রমপর্যায় এখনও বিদ্যমান রাজধানীতে। সেখানে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জন্য নিযুক্ত 'অফিসার অন স্পেশ্যাল ডিউটি'কে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। আর সেই গ্রেফতারি নিয়েই এবার মুখ খুললেন বিজেপি নেতা পরবেশ বর্মা।

বর্মার তোপ

ফের একবার খবরে পরবেশ বর্মা। এবার তাঁর তোপ আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে। পরবেশ বর্মার দাবি, 'ওএসডি তো শুধু একটা নাম। যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, এই সমস্ত টাকা ওঁর কাছেই গিয়েছে। আর উনি সেই টাকা দিয়েই শাহিনবাগে বিরিয়ানি পৌঁছে দিতেন।'

স্পেশ্যাল অফিসারের গ্রেফতারি

স্পেশ্যাল অফিসারের গ্রেফতারি

দিল্লিতে কেন্দ্রীয় সরকারী আমলা গোপাল কৃষ্ণ মাধবকে উপমুখ্যমন্ত্রীর দফতরে বিশেষ আধিকারিক হিসাবে নিযুক্ত করা হয়। আর তিনিই ঘুষ খেয়েছেন বলে অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। দিল্লি নির্বাচনের প্রেক্ষাপটে , এমন ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। আর আপের সরকারের আমলার গ্রেফতারি ঘিরে তোপ দাগতে ছাড়ছেন না পরবেশ বর্মা।

 শাহিনবাগ, পরবেশ ও বিজেপি বিতর্ক

শাহিনবাগ, পরবেশ ও বিজেপি বিতর্ক

প্রসঙ্গত, শাহিনবাগ বারবার দিল্লির রাজনীতিতে পারদ চড়িয়েছে গত কয়েক সপ্তাহে। দিল্লির বিধানসভা ভোটে এই ঘটনা একটি প্রাসঙ্গিক ঘটনা বলে বিবেচিত হচ্ছে। শাহিনবাগ নিয়ে একের পর এক বিজেপি নেতারা যেভাবে নিজেদের বক্তব্য তুলে ধরছেন, তাতে বিতর্ক বাড়ছে বই কমছে না। এর আগেও শাহিনবাগ নিয়ে মন্তব্যও করেছেন পরবেশ বর্মা। যার জেরে নির্বাচন কমিশন তাঁর ওপর পরপর দু'বার প্রচার অভিযানে নিষেধাজ্ঞা জারি করে।

English summary
Bribe to arrested OSD helped Manish Sisodia send biryani to Shaheen Bagh says Parvesh Verma .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X