For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বিএমসির ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার শিরিষ দীক্ষিতের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বিএমসির ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার শিরিষ দীক্ষিতের

Google Oneindia Bengali News

বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার শিরিষ দীক্ষিত মারা গেলেন করোনা ভাইরাসে। মঙ্গলবার নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। ৫৫ বছরের মুখ্য ইঞ্জিনিয়ার জল সরবরাহ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না বলে জানিয়েছে পরিবার।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বিএমসির ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার শিরিষ দীক্ষিতের


শুধুমাত্র মুম্বইতে করোনা সংক্রমণের কেস ৫০,০৮৫টি। যার মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ২৬,৩৪৫ ও মৃত্যু হয়েছে ১,৭০২ জনের। মুম্বইয়ের পর থানায় সবচেয়ে বেশি ১৩,৫২৮টি কেস যার মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ৮,১১০টি ও মৃত্যু ৩৩৬ জনের। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৪৬.‌২৮%‌ ও মৃত্যুর হার ৩.‌৫৭%।

এর আগে মঙ্গলবার, বিএমসি লকডাউন সম্প্রসারণের বিজ্ঞপ্তি সংশোধন করে এবং লকডাউন খোলার পর্যায়ভিত্তিক খোলার বিষয়ে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় তার বিষয়ে সংশোধিত নির্দেশিকা জারি করে। নতুন নির্দেশিকা অনুসারে, বাজার এবং শপিং মল ব্যতীত দোকানগুলিকে সপ্তাহে ছয় দিন পুরো কাজের সময় খোলা থাকার অনুমতি দেওয়া হবে। তবে রবিবারও দোকানপাট বন্ধ থাকবে। এর আগে কেবল বিকেল ৫ টা পর্যন্ত দোকানগুলি খোলার অনুমতি ছিল।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশ গুলি থেকেই ভারতে মারণ করোনার উদ্ভব, মত আইআইএসসি-র গবেষকদের ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশ গুলি থেকেই ভারতে মারণ করোনার উদ্ভব, মত আইআইএসসি-র গবেষকদের

English summary
bmc deputy municipal commissioner shirish dixit dies of corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X