For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মানুষকে একবার বোকা বানানো যায়, বারবার না!' কেজরিওয়ালকে তোপ অমিত শাহের

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে সরকার গড়বে বিজিপি। আজ দিল্লির বুথ কারযকর্তা সম্মেলনে এই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাাপশি আজকের এই সম্মেলন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নেন অমিত শাহ। তিনি বলেন, 'মানুষকে একবার বোকা বানানো যায়। বারবার না।'

দিল্লি নির্বাচনকে মাথায় রেখে বুথ পর্যায় সব কার্যকর্তাদের নিয়ে সম্মেলন

দিল্লি নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই রাজধানীতে বিশাল সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে সেই পথে হেঁটে দিল্লি নির্বাচনকে মাথায় রেখে বুথ পর্যায় সব কার্যকর্তাদের নিয়ে সম্মেলন করলেন অমিত শাহ। আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডাও।

'দিল্লিবাসী কেজরিওয়ালকে প্রশ্ন করুক'

আজ সম্মেলনে অমিত শাহ বলেন, 'আমরা দিল্লিতে পাড়ায় পাড়ায় সভা করব। আমরা মানুষের কথা ভাবি। তাই আমরা দিল্লিতে ছঠ পুজোর জন্যে ঘাট বানিয়ে দিয়েছি। আমরা মানুষের কথা ভেবে আরও অনেক কিছু করেছি। এই সব কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাঁচ বছর ধরে এরা যে সকরার চালিয়েছে তারা কী করেছে মানুষের জন্যে। আমি দিল্লিবাসীকে এই প্রশ্নটা করতে চাই। আপনাদের সকলের এই সরকার থেকে হিসাব চাওয়া উচিত।'

বিরোধীদের আক্রমণ করেন জেপি নাড্ডা

এদিকে বিরোধীদের আক্রমণ শানিয়ে বক্তব্য রাখেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাও। তিনি বলেন, 'দেশে মোট ২৩০০ রাজনৈতিক দল রয়েছে। তাদের মধ্যে ৫০০টি রাজনৈতিক দল অনুমোদন প্রাপ্ত। কিন্তু এদের মধ্যে একমাত্র বিজেপি একটি দল যারা তাদের নীতি ও আদর্শ মেনে চলে। আমাদের দলে স্বজনপোষণের কোনও স্থান নেই।'

'বিজেপি ছাড়া কোনও দল নীতি মেনে চলে না'

তিনি আরও বলেন, 'অনেক রাজনৈতিক দলের কাছে নেতা আছে, তবে নীতি নেই। আবার যাদের নীতি রয়েছে তাদের ইচ্ছা নেই। ইচ্ছা থাকলেও অনেকের কাছে কার্যক্রম নেই সেগুলিকে বাস্তবায়িত করার। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি বুথ পর্যায় থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত নীতি মেনে কাজ করে।'

English summary
bjp will form government in delhi claims amit shah after attacking arvind kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X