For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুকীর্তি ফাঁসের আশঙ্কা! রাজস্থান থেকে বিধায়কদের সরাচ্ছে বিজেপি, পাল্টা তোপ কংগ্রেসের

কুকীর্তি ফাঁসের আশঙ্কা! রাজস্থান থেকে বিধায়কদের সরাচ্ছে বিজেপি, পাল্টা তোপ কংগ্রেসের

Google Oneindia Bengali News

কুকীর্তি ফাঁস হয়ে যাবে আঁচ করেই রাজস্থান থেকে বিধায়কদের সরাতে শুরু করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। নইলে রাজস্থান পুলিসকে বিশ্বাস না করে কেন সচিন পাইলট হরিয়ানা পুলিসের নিরাপত্তায় ভরসা করছেন এই নিয়ে প্রশ্ন তুলেেছ কংগ্রেস।

 রাজস্থান থেকে বিধায়কদের সরাচ্ছে বিজেপি

রাজস্থান থেকে বিধায়কদের সরাচ্ছে বিজেপি

পরতে পরতে অশোক গেহলট সরকার ফেলার ষড়যন্ত্র ফাঁস হতে শুরু করেছে। আসল সত্যিটা যাতে বেরিয়ে না পড়ে সেকারণে রাজস্থান থেকে বিধায়কদের সরাতে শুরু করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। সেকারণেই সচিন পাইলট হরিয়ানা পুলিসের উপর ভরসা রেখেছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।

 কেন বিজেপি শাসিত রাজ্যে পাইলট

কেন বিজেপি শাসিত রাজ্যে পাইলট

কেন বিজেপি শাসিত রাজ্যে সচিন পাইলট এই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। যদি তিনি এখনও কংগ্রেসেরই অংশ হয়ে থাকেন তাহলে বিজেপি শাসিত রাজ্যে কেন আশ্রয় নিয়েছেন বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা অভিযোগ করেছেন তাঁদের কাছে খবর আছে সচিন পাইলট সহ তাঁর অনুগামীদের কর্নাটকে পাঠানোর পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।

এফআইআর কংগ্রেসের

এফআইআর কংগ্রেসের

অশোক গেহলট সরকার ফেলার চক্রান্তের অভিযোগে সঞ্জয় জৈন, কংগ্রেস বিধায়ক বনওয়ারলাল শর্মা এবং গজেন্দ্র জৈন এই তিন জনের বিরুদ্ধে েফআইআর করেন কংগ্রেস হুইম মহেশ জৈন। এই তিন জন কংগ্রেস সরকার ফেলার চক্রান্ত করছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

মহারাষ্ট্র থেকে টাকা আনা হয়েছে

মহারাষ্ট্র থেকে টাকা আনা হয়েছে

মহারাষ্ট্র থেকে টাকা রাজস্থানে পাঠানো হয়েছিল কংগ্রেস সরকার ফেলার জন্য। তারজন্য মুম্বইয়ে ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছিল কংগ্রেস। এমনই অভিযোগ করেছে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা। ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।

English summary
BJP Shift MLAs from Rajasthan to Karnataka claimed Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X