For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ঘুম ছুটিয়ে প্রাক্তন মন্ত্রী গড়ছেন নতুন দল, কর্নাটক বিধানসভা নির্বাচনে পট-পরিবর্তন

বিজেপির ঘুম ছুটিয়ে প্রাক্তন মন্ত্রী গড়ছেন নতুন দল, কর্নাটক বিধানসভা নির্বাচনে পট-পরিবর্তন

Google Oneindia Bengali News

প্রাক্তন বিজেপি মন্ত্রী মাইনিং ব্যারন গালি জনার্দন রেড্ডি এবার নতুন দল গড়ছেন। তাঁর এই সিদ্ধান্ত কর্নাটক ভোটের আগে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কর্নাটকে রাজনৈতিক পদ পরিবর্তন ঘটাতে পারে জনার্দন রেড্ডির নতুন দল করার পরিকল্পনা।

জনার্দন রেড্ডি যে নতুন দল তৈরি করেছে কর্নাটকে, তার নাম দেওয়া হয়েছে কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ। নতুন এই দলের প্রতীকে তিনি কর্নাটকের কোপ্পাল জেলার গঙ্গাবতী থেকে প্রতিদ্ব্ন্দ্বিতা করবেন বলেওলেও জানিয়ে দিয়েছেন। প্রাক্তন বিজেপি নেতা তথা মন্ত্রীর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে।

অটল বিহারী বাজপেয়ীর আদর্শই পাথেয়

অটল বিহারী বাজপেয়ীর আদর্শই পাথেয়

বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে জনার্দন রেড্ডি বলেন, বাজপেয়ীর কথা মনে রেখে আমি এই দল গড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কল্যাণ রাজ্য প্রগতি পার্টি তৈরি করে জনজীবনে প্রবেশ করতে চাইছি অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে পাথেয় করে। আমি কল্যাণ রাজ্য প্রগতি পার্টি প্রতিষ্ঠা করেছি রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে।

বিজেপির প্রাক্তন মন্ত্রীর নতুন দল

বিজেপির প্রাক্তন মন্ত্রীর নতুন দল

কর্নাটকের বিধানসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি। তার আগে খনি-ব্যারন তথা বিজেপির প্রাক্তন মন্ত্রী তাঁর নতুন দলকে এবার বিজেপির চ্যালেঞ্জার হিসেবে সামনে আনতে চাইছেন। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপি নেতারা বলছেন আমি এই মুহূর্তে দলের সদস্য নই। বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।

এই বিজেপিকে কেউ বিশ্বাস করে না!

এই বিজেপিকে কেউ বিশ্বাস করে না!

বিজেপির সঙ্গে সম্পর্ক না থাকলেও আমি রাজ্য ও রাজ্যবাসীর কাছে সেই বার্তা রাখতে চাইছি যে, বিজেপির প্রতি মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। এই বিজেপিকে কেউ বিশ্বাস করে না। এরা আদর্শচ্যুত হয়ে গিয়েছে। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর এই বিজেপির কোনও তুলনা চলে না। এখনকার বিজেপি অটলবিহারী বাজপেয়ীর আদর্শ থেকে বেরিয়ে এসেছে।

কোনও নতুন উদ্যোগে ব্যর্থ হইনি

কোনও নতুন উদ্যোগে ব্যর্থ হইনি

জনার্দন রেড্ডি বলেন,আমি কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ নামে নতুন এই দলে পক্ষে ঘোষণা করছি, এটা আমি তৈরি করেছি আমার নিজস্ব চিন্তাধারায়, দ্বাদশ শতাব্দীর সমাজ সংস্কারকবাসভন্নের আদর্শে। ধর্ম ও বর্ণের নামে বিভাজনকারী রাজনীতির বিরুদ্ধে তাঁর লড়াই। আমি আমার জীবনে এখনও পর্যন্ত কোনও নতুন উদ্যোগে ব্যর্থ হইনি। ছোটোবেলায় মার্বেল খেলার দিন থেকে আমি কোনও পরাজয় স্বীকার করিনি। আজও করব না।

মানুষের আশীর্বাদ পাওয়ার বিষয়ে আ্ত্মবিশ্বাসী

মানুষের আশীর্বাদ পাওয়ার বিষয়ে আ্ত্মবিশ্বাসী

তিনি বলেন, আমি রাজ্য প্রগতির পক্ষ থেকে তাদের আশীর্বাদ পাওয়ার বিষয়ে আ্ত্মবিশ্বাসী। ভবিষ্যতে কর্নাটককে কল্যাণকামী রাজ্য হিসেবে তুলে ধরতে সম্ভবপর হব বলেই আমার বিশ্বাস। জনার্দন রেড্ডি প্রায় ১২ বছর ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রয়েছে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি প্রচারে ছিলেন সামান্য সময়। তাঁকে খনি কেলেঙ্কারিতে সিবিআই গ্রেফতার করেছিল। তারপর ফের প্রচারের আলোয় ফিরতে তিনি নতুন দল গড়ে ভোট ময়দানে নামতে চলেছেন। তাঁর এই পদক্ষেপে রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৃণমূল দু-ভাগ! আবাস যোজনায় দুর্নীতিতে অন্তর্দ্বন্দ্ব চরমে, বুমেরাংয়ের আশঙ্কা কোচবিহারেতৃণমূল দু-ভাগ! আবাস যোজনায় দুর্নীতিতে অন্তর্দ্বন্দ্ব চরমে, বুমেরাংয়ের আশঙ্কা কোচবিহারে

English summary
BJP’s ex minister Gali Janardan Reddy builds news party before Karnataka Assembly Election 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X