For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলে টানতে জেডিএস বিধায়কদের ১০০ কোটি টাকার 'অফার' বিজেপি-র! উঠল চাঞ্চল্যকর অভিযোগ

কর্ণাটকে বিধানসভা দখলে ফলাফল ঘোষণার পরবর্তী পর্যায়ের রাজনৈতিক যুদ্ধ কার্যত তুঙ্গে। এদিন, জেডিএস-এর তরফে কুমরস্বামী একটি সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি তোলেন।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিধানসভা দখলে ফলাফল ঘোষণার পরবর্তী পর্যায়ের রাজনৈতিক যুদ্ধ কার্যত তুঙ্গে। এদিন, জেডিএস-এর তরফে কুমরস্বামী একটি সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি তোলেন। তাঁর অভিযোগ, জেডিএস বিধায়কদের ১০০ কোটি টাকা দিয়ে 'কেনার' চেষ্টা করছে বিজেপি। কুমারস্বামী জানিয়েছেন, বিভিন্ন জেডিএস বিধায়কদের মন্ত্রীত্ব পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে বিজেপি। এর বদলে ওই জেডিএস বিধায়কদের যেতে হবে বিজেপি শিবিরে। এমনই প্রস্তাব পদ্ম শিবির থেকে এসেছে বলে অভিযোগ তোলেন কুমারস্বামী।

কর্ণাটকে জেডিএস বিধায়কদের ১০০ কোটি টাকার অফার বিজেপি-র! অভিযোগ ঘিরে চাঞ্চল্য

কুমারস্বামী জানিয়েছেন, কর্ণাটক নির্বাচনে কালো টাকা ব্যবহার করছেন বিজেপি। এদিনের সাংবাদিক সম্মেলনে কুমারস্বামী দাবি করেন, বিজেপি ও কংগ্রেস দুটি শিবির থেকেই তাঁর কাছে প্রস্তাব আসে সরকার গঠনের। কিন্তু কুমারস্বামীর দাবি, বিজেপি-র সঙ্গে তিনি হাত মিলিয়েছিলেন ২০০৪ সালে, যার পরিণতি ভুগতে হয়েছে তাঁর বাবাকে। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তিনি।

[আরও পড়ুন:কর্ণাটকে বিজেপি-কে রুখতে সোনিয়াকে কীভাবে উস্কে ছিলেন মমতা! কী রণনীতি তৈরি হয়েছিল][আরও পড়ুন:কর্ণাটকে বিজেপি-কে রুখতে সোনিয়াকে কীভাবে উস্কে ছিলেন মমতা! কী রণনীতি তৈরি হয়েছিল]

[আরও পড়ুন:কর্ণাটকে শেষ মুহুর্তের আসন-অঙ্কের খেলায় কীভাবে ঘুটি সাজাচ্ছে বিজেপি! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য][আরও পড়ুন:কর্ণাটকে শেষ মুহুর্তের আসন-অঙ্কের খেলায় কীভাবে ঘুটি সাজাচ্ছে বিজেপি! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য]

এদিকে, আজ বিজেপি শিবিরের প্রতিনিধিরা রাজ্যপাল বাজু বালার সঙ্গে দেখা করেন । বৈঠকে থেকে বেরিয়ে ইয়েদুরপ্পা জানান,'পার্টি আমাকে পছন্দ করেছে (মুখ্যমন্ত্রীত্বের জন্য)। আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি, আরতিনি আমাকে ডেকে পাঠাবেন, বলে আমার আশা। আমার আশা তিনি একটি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। রাজ্যপালের থেকে চিঠি আমারকাছে পৌঁছলেই আমা জানাব। '

[আরও পড়ুন:কর্ণাটকে মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত ইয়েদুরপ্পার! কংগ্রেস-জেডিএসের নিখোঁজ বিধায়কদের নিয়ে চাঞ্চল্য][আরও পড়ুন:কর্ণাটকে মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত ইয়েদুরপ্পার! কংগ্রেস-জেডিএসের নিখোঁজ বিধায়কদের নিয়ে চাঞ্চল্য]

English summary
BJP Offered 100 crore To JDS MLAs, alleges Kumaraswami.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X