For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্রিকরের পর গোয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কারা, দেখুন একনজরে

গোয়ায় মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের প্রয়াণের পর গোয়ায় বিজেপির সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গোয়ায় মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের প্রয়াণের পর গোয়ায় বিজেপির সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিন পর্যন্ত কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি জোট। রবিবার দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন মনোহর পার্রিকর। বিজেপি নেতা মাইকেল লোবো জানিয়েছেন, এখনও সরকার গড়া নিয়ে ঐক্যমতে পৌঁছনো যায়নি।

পার্রিকরের পর গোয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কারা

বিজেপির সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক সুধীন ধাভালিকর মুখ্যমন্ত্রী হতে ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁর দাবি, বিপদে আপদে বিজেপিকে তিনি সাহায্য করেছেন। ফলে এখন গেরুয়া দলের তাঁকে সমর্থন করা উচিত। এদিকে বিজেপি চাইছে তাদের শিবির থেকেই ফের মুখ্যমন্ত্রী হোক। যার ফলে আলোচনা ভেস্তে গিয়েছে।

বিজেপি বিধায়করা দলের বিধায়ক বিশ্বজিৎ রানে ও প্রমোদ সাওয়ন্তের নাম প্রস্তাব করেছেন। তারও আগে গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাইও জানিয়ে দেন, জোট কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

[আরও পড়ুন:পার্রিকরের প্রয়াণের পরই গোয়ায় সরকার গঠনের ডাক কংগ্রেসের][আরও পড়ুন:পার্রিকরের প্রয়াণের পরই গোয়ায় সরকার গঠনের ডাক কংগ্রেসের]

কংগ্রেস দাবি করলেও জোটসঙ্গীরা এখনই বিজেপিকে সরিয়ে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে নয়। সরদেশাই জানিয়েছেন, বিজেপি এদিনের মধ্যে ফের বৈঠকে বসে তারপরে সিদ্ধান্ত জানাবে বলেছে। ততক্ষণ তাঁরা অপেক্ষা করবেন।

[আরও পড়ুন: LIVE মনোহর পার্রিকরকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুরেই গোয়া পৌঁছচ্ছেন মোদী][আরও পড়ুন: LIVE মনোহর পার্রিকরকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুরেই গোয়া পৌঁছচ্ছেন মোদী]

প্রসঙ্গত, গোয়ায় ৪০টি আসনে বিধায়ক হলেও পার্রিকরের মৃত্যুর পরে বিধায়ক সংখ্যা কমে ৩৬-এ নেমে এসেছে। পার্রিকর প্রয়াত হওয়ার আগে বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডিসুজা প্রয়াত হয়েছেন। এছাড়া গতবছরে দুজন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন।

[আরও পড়ুন:'বিজেপি যাঁকে চোর বলেছে তিনিই এখন চৌকিদার', মুকুলকে তোপ দেগে আর যা বললেন সেলিম][আরও পড়ুন:'বিজেপি যাঁকে চোর বলেছে তিনিই এখন চৌকিদার', মুকুলকে তোপ দেগে আর যা বললেন সেলিম]

English summary
BJP MLAs have suggested Vishwajit Rane and Pramod Sawant for the GOA CM post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X