For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুষমা স্বরাজ হচ্ছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল? টুইট করে তা ডিলিট করে জল্পনা বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কি হতে চলেছেন অন্ধ্রপ্রদেশের পরবর্তী রাজ্যপাল?

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কি হতে চলেছেন অন্ধ্রপ্রদেশের পরবর্তী রাজ্যপাল? এদিন সন্ধ্যা থেকে এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এর উৎস কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের একটি টুইট। তিনি এদিন টুইট করে বিজেপি নেত্রী সুষমা স্বরাজকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হওয়ার জন্য অভিনন্দন জানান।

সুষমা স্বরাজ হচ্ছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল?

যার জেরে হইচই পড়ে যায়। পরে হর্ষবর্ধন টুইট ডিলিট করে দেন। তিনি লিখেছিলেন, বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হওয়ার জন্য অভিনন্দন। যদিও পরে তিনি টুইট ডিলিট করে দিলেও জল্পনা অব্যাহত।

এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে কাজ সামলাচ্ছেন ইএসএল নরসিমা। তাঁর জায়গাতেই অন্ধ্রের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সুষমা। যদিও সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি।

প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনে সুষমা স্বরাজ প্রতিদ্বন্দ্বিতা করেননি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান। তবে প্রথম নরেন্দ্র মোদী সরকারের বিদেশ মন্ত্রী হিসেবে তিনি শেষদিন পর্যন্ত দায়িত্ব সামলেছেন।

English summary
BJP minister Harsh Vardhan congratulates Sushma Swaraj as Andhra Pradesh Governor, later deletes tweet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X