For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির দাপুটে জয় আস্থা ভোটে! উত্তরপূর্বের রাজ্যে কোন ভোট অঙ্কে ফের উড়ল গর্বের গেরুয়া নিশান

  • |
Google Oneindia Bengali News

৩ জন বিজেপি বিধায়ক ইস্তাফা দিয়েছিলেন। অনেকেই মনে করেছিল , যে এতে খানিকটা হলেও উত্তরপূর্বের রাজ্য মনিরপুরে ভিত্তি কেঁপে যাবে বিজেপির। তবে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর নেতৃত্বে তা হতে দেয়নি বিজেপি। কী ঘটেছে মনিপুরে দেখে নেওয়া যাক।

মনিপুর আস্থাভোট অঙ্ক

মনিপুর আস্থাভোট অঙ্ক

এদিন বিকেলে ধ্বনি ভোটের মাধ্যমে মনিপুরে আস্থাভোট সম্পন্ন হয়েছে। একাধিক কারণে ৬০ জনের মনিপুর বিধানসভায় ৫৩ জন সদস্য এসে দাঁড়িয়েছে। কারণ চারজনকে স্পিকার ডিসকোয়ালিফায়েড ঘোষণা কেরন, আর বাকি ৩ জন মনিপুরের বিধায়ক বিজেপি ছেড়ে দেয়।

 আস্থাভোটের ফলাফল

আস্থাভোটের ফলাফল

এদিন মনিপুরে ইবোবি সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেসের একাধিক বিধায়ক হাজির ছিলেন না। বিরোধী পক্ষে কংগ্রেসের ২৪ এর মধ্যে ১৬ জন বিধায়ককে বিধানসভায় দেখা যায়। যাঁদের ভোট বিজেপির বিপক্ষে পড়ে। অন্যদিকে, মসনদে থাকা বিজেপির পক্ষে ২৮ টি ভোট পড়ে।

বিজেপি -কংগ্রেস সংঘাত

বিজেপি -কংগ্রেস সংঘাত

এদিনের ভোট পর্বকে কার্যত ভুয়ো ইঙ্গিত দিয়ে সভা ছাড়েন কংগ্রেসের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিং। এর আগে গত ২৮ জুলাই মনিপুর বিধানসভায় অনাস্থার ডাক দেয় কংগ্রেস। ২০১৮ সালের ড্রাগ সংক্রান্ত মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া নিয়ে এই ডাক আসে। এরপরই শুরু হয় রাজনৈতিক কর্মপ্রক্রিয়া।

কংগ্রেসের তোপ

কংগ্রেসের তোপ

এদিন কংগ্রেসের তরফে ভোট ডিভিশনের দাবি তোলা হয়। যদিও তা স্পিকার মানতে চাননি বলে জানান ইবোবি সিং। আর এতেই ক্ষুব্ধ হয় কংগ্রেসের নেতৃত্ব। আস্থাভোট পরিচালনা নিয়েও তাঁরা সরব হয়েছেন।

English summary
BJP-led coalition govt wins in trust vote of Manipur assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X