For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গোলি মারো' মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষুব্ধ অনুরাগ কী বলে বসলেন! ভিডিও প্রকাশ্যে

'গোলি মারো' মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষুব্ধ অনুরাগ কী বলে বসলেন! ভিডিও প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল একের পর এক বিজেপি নেতাদের বক্তব্যে। কপিল মিশ্র থেকে অনুরাগ ঠাকুরের মন্তব্য এক্ষেত্রে বারবার শিরোনাম কেড়েছে। ভোট-ভূমি তপ্ত করে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর 'গোলি মারো' মন্তব্যটি করেন। যা এরপর ভোটের পর তাঁকে এই মন্তব্যটি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ অনুরাগ কোন প্রতিক্রিয়া দেন দেখে নেওয়া যাক।

'অর্ধেক জ্ঞান ভয়াবহ'!

'অর্ধেক জ্ঞান ভয়াবহ'!

এদিন এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাকুরকে তাঁর বিতর্কিত মন্তব্য ' দেশ কি গদ্দারওকো গোলি মারো' মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। আর প্রশ্ন শুনেই ক্ষোভে ফেটে পড়েন অনুরাগ। মুহূর্তে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি সাংবাদিককে বলেন, 'অর্ধেক জ্ঞান ভয়াবহ হতে পারে। '

অনুরাগের ভিডিও প্রকাশ্যে

অনুরাগের ভিডিও প্রকাশ্যে

দিল্লি নির্বাচনের সময় নিজের মন্তব্য নিয়ে অনুরাগ ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন,' আমি কী বলেছি?..আপনারা একদম মিথ্যা কথা বলছেন।.. ' এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন যে 'তাহলে সত্যিটা কী?' জবাবে বিজেপি নেতা বলেন, ' মিডিয়ার জ্ঞান সম্পূর্ণ সঠিক হওয়া উচিত.. আমি বলি শুধরে নিন। ' এরপর সাংবাদিক বলেন, 'তাহলে শুধরে দিন..'।

অনুরাগ ঠাকুরের 'জবাব'

সাংবাদিকদের প্রশ্ন শুনতেই অনুরাগ ঠাকুর বলেন, যেহেতু বিষয়টি এখন কোর্টের অধীন রয়েছে, তাই তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না। পাশপাশি তিনি বলেন,গোটা ঘটনা সংম্পর্কে মিডিয়ার জানা উচিত। অর্ধেক জ্ঞান ভয়াবহ। এবিষয়ে তিনি 'মিডিয়ায় ভুয়ো প্রচার' এর প্রসঙ্গও উত্থাপন করেন।

'গোলি মারো ' প্রসঙ্গ ও বিজেপি

'গোলি মারো ' প্রসঙ্গ ও বিজেপি

দিল্লি নির্বাচনের আগে সিএএ ইস্যুতে অনুরাগ ঠাকুরের ' গোলি মারো' মন্তব্যের জেরে তাঁকে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয়। বিরোধীরা দাবি তোলে নির্বাচন পরবর্তী হিংসা এই সমস্ত উস্কানিমূলক বক্তব্যের জন্যই হয়েছে। এদিকে, দিল্লি বিজেপিও এমন মন্তব্যে যে অস্বস্তিত পড়ে তা জানান দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারি। এই নিয়ে মামলাও হয় আদালতে। এরপর আজ কলকাতার রাস্তাতেও অমিত শাহের সফর কালে বিজেপির মিছিলে শোনা যায় 'গোলি মারো শালোকো..' স্লোগান।

English summary
BJP leader Anurag Thakur explains his position on Goli Maro speech .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X