For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে পরীক্ষায় ফার্স্ট হতে গেলে দিতে হয় ২০ লক্ষ টাকা ঘুষ, স্বীকার প্রাক্তন বোর্ডকর্তার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পাটনা, ২৩ জুন : বিহারে চাইলে যেকেউ বোর্ড পরীক্ষায় বসে প্রথম হতে পারে। শুধু তার জন্য দিতে হবে ২০ লক্ষ টাকা। সম্প্রতি বোর্ড পরীক্ষা নিয়ে বিহারে হইচইয়ের পরে গ্রেফতার হওয়া প্রাক্তন বোর্ড প্রধান লঙ্কেশ্বর প্রসাদ সিংকে জেরা করে এই তথ্য হাতে পেয়েছে পুলিশ।

বিহারে সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!

নিজে দায়িত্বে থাকাকালীন ইন্টারমিডিয়েট কলেজগুলিকে অনুমোদন দিতে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন লঙ্কেশ্বর। মোট ১০০টি কলেজকে তিনি অনুমোদন দেন বলে জানিয়েছেন পাটনা পুলিশের এসএসপি মনু মহারাজ।

বিহারে পরীক্ষায় ফার্স্ট হতে গেলে দিতে হয় ২০ লক্ষ টাকা ঘুষ!

তাকে ও তার স্ত্রী প্রাক্তন অধ্যাপক ঊষা সিনহাকে বারাণসী থেকে গত সোমবার গ্রেফতারের পর এই তথ্য সামনে এসেছে। ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতেও পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এই লোকঠকানো দলের কিংপিন আসলে বাচ্চা রায় বলে একটি কলেজের অধ্যক্ষ। যে কিনা এইবছর টাকা নিয়ে ছাত্রছাত্রীদের প্রথম স্থান পাইয়ে দিয়েছে।

প্রসঙ্গত গত ৩০ মে বোর্ডের পরীক্ষার ফলাফল বেরনোর পরে বিষয়টি সামনে আসে। রুবি রাই ও সৌরভ শ্রেষ্ঠ যাদের পরে ফেল করিয়ে দেওয়া হয়েছে, তারা বোর্ড পরীক্ষায় নিজ নিজ বিষয়ে প্রথম হয়। পরে সাংবাদিকের প্রশ্নের সামনে জবাব না দিতে পারায় গোটা কেলেঙ্কারি সামনে আসে।

English summary
Bihar toppers paid Rs 20 lakh each for results, confesses ex-BSEB chairman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X