For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু ও কাশ্মীর নিয়ে মোদীর দিল্লি-বৈঠকের আগেই পর পর জঙ্গি হামলা উপত্যকায়

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক সামাজিক ভবিষ্য়তের বিভিন্ন দিক নির্ধারত হতে পারে ২৪ জুন নরেন্দ্র মোদীর সঙ্গে ভূস্বর্গের নেতাদের বৈঠকে। এই দিন দিল্লির বুকে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দিল্লির বুকেই কার্যত কাশ্মীরের ভবিষ্যতের নানান দিকের রূপরেখা স্থির হতে পারে বলে সূত্রের দাবি।

জম্মু ও কাশ্মীর নিয়ে মোদীর দিল্লি-বৈঠকের আগেই পর পর জঙ্গি হামলা উপত্যকায়

এদিকে এমন এক পরিস্থিতিতে এদিন দিনভর উত্তপ্ত রইল কাশ্মীর। কাশ্মীরে এদিন পরপর ৩ টি জঙ্গি হামলা হয়েছে। দিল্লিতে মোদীর বৈঠকে আগেই ঠিক এই পর পর হামলা নিয়ে রীতিমতো তোলপাড় কাশ্মীর। পুলওয়ামার রাজাপোরায় সিআরপিএফকে টার্গেটে রেখে গ্রেনেড হামালা চালায় জঙ্গিরা। এদিকে , এর সঙ্গেই খবর আসে যে সোপিয়ানের শিরমলে সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হয় এক জঙ্গি। অন্যদিকে শ্রীনগরের হাবাকাদাল এলাকায় এক তরুণ যুবককে গুলি করে হত্যারক খবর আসে। যে ঘটনার সঙ্গে সন্ত্রাস জড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে রাত পোহালেই ২৪ জুনের হাইভোল্টেজ বৈঠক আয়োজিত হতে চলেছে কাশ্মীরে। কাশ্মীরের বুকে ৩৭০ ধারা ফের ফিরিয়ে আনা হবে কি না, তা নিয়ে রয়েছে আলোচনার জল্পনা। ২০১৯ সালে এক ঐতিহাসিক ঘোষণায় দিল্লির সংসদভবন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে , কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হবে। যার প্রবল বিরোধিতা করেছিলেন কাশ্মীরের পর পর প্রাক্তন মুখ্যমন্ত্রীরা। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ থেকে মেহবুবা মুফতিরা আগামীকাল মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। প্রসঙ্গত, এই নেতা নত্রীরা এককালে বন্দি অবস্থায় ছিলেন কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের পর পর। পরবর্তীকালে তাঁরা জোটবদ্ধ হয়ে গুপকার জোট তৈরি করেন। সেউ গুপকার জোটের নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠক রাত পোহালেই শুরু হবে দিল্লিতে।

English summary
Before Narendra Modi's high level meeting on Jammu and Kashmir Militant attacks continued
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X