For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে ভারত-চিনের গড়া নয়া ইমারত ভাঙতে হবে! ডিসএনগেজমেন্টের আগে কোন পরিস্থিতি

লাদাখ সীমান্তে ভারত-চিনের গড়া নয়া ইমারত ভাঙতে হবে! ডিসএনগেজমেন্টের আগে কোন পরিস্থিতি

  • |
Google Oneindia Bengali News

লাদাখে মূলত ৩ ধাপে হবে ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া। এই বিষয়ে ভারত ও চিন আগেই নিজের অবস্থান প্রকাশ করেছে। অষ্টম পর্যায়ের সেনা বৈঠকে দুই পক্ষের মধ্যে একাঝধিক বিষয়ে আলোচনাও হয়। এদিকে, জানা যাচ্ছে দুই পক্ষের সমঝোতা অনুযায়ী, সীমান্তে নতুন করে গড়া ইমারত চিন ও ভারত দুই পক্ষকে ভাঙতে হবে।

কেন ভাঙতে হবে ইমারত?

কেন ভাঙতে হবে ইমারত?

প্রসঙ্গত, চিন ও ভারত দুই পক্ষই একটি সমাঝোতায় উপনীত হতে চাইছে যে, লাদাখ সংঘাতের আগে লাদাখের যা পরিস্থিতি ছিল, সেটাই লাদাখে ফিরিয়ে দিতে হবে। ফলে সংঘাতের সম. দুই সেনা নিজেদের রণক্ষমতা অনুযায়ী বিভিন্ন নতুন ইমারত বানিয়েছে। আর সংঘাতের শেষের দিকে তা ভেঙে দেওয়ার পথে হাঁটতে চাইছে দুই পক্ষ।

নবম পর্যায়ের বৈঠক আসন্ন লাদাখে!

নবম পর্যায়ের বৈঠক আসন্ন লাদাখে!

প্রসঙ্গত , জানা গিয়েছে লাদাখে নবম পর্যায়ের বৈঠক আসন্ন। বিদেশ মন্ত্রক সূত্রের দাবি, দুই শিবির আরও এক পর্যায়ের বৈঠকে বসতে চাইছে। ফলে শীতকালে লাদাখের সংঘাতর উত্তেজনা আপাতত ঠান্ডার দিকে।

 শুরু হয়েছে যুদ্ধাস্ত্র সরানোর কাজ

শুরু হয়েছে যুদ্ধাস্ত্র সরানোর কাজ

জানা গিয়েছে তিনটি পর পর ধাপে লাদাখে সেনা সরানোর কাজ হবে। সেই অনুযায়ী দুই শিবিরই গুরুত্বপূর্ণ উচ্চতা ও এলাকা থেকে আগে যুদ্ধট্যাঙ্ক সরাবে। এর আগে দুই পক্ষ একে অপরের দিকে তাক করে যুদ্ধট্যাঙ্ক রেখেছে। এবার সেখান থেকে সরানো হচ্ছে ট্যাঙ্ক।

ফৌজ সরানোর দাবি

ফৌজ সরানোর দাবি

যে তিন ধাপে লাদাখে ডি এসকালেশন হচ্ছে,তাতে তৃতীয় দফায় বলা হয়েছে, ৩০ শতাংশ সেনা দুই সীমান্তের ফৌজই সরাবে। একই সঙ্গে এই সেনা সরানোর কাজ হবে। প্যানগং থেকে এই কাজ সরানোর কথা বলা হয়েছে। এরপর চুশুল ও ডেপসাং নিয়ে সিদ্ধান্ত গৃহিত হবে বলেও জানানো হয়।

রাজধানীতেই সবচেয়ে বেশি জাল নোটের রমরমা, প্রথম তিনে বাংলা, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ এনসিআরবি-ররাজধানীতেই সবচেয়ে বেশি জাল নোটের রমরমা, প্রথম তিনে বাংলা, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ এনসিআরবি-র

English summary
Before Ladakh de escalation India and China has to dismantle structures
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X