For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে দুই বাঙালি নেতার তরজা! বাবুল ধমক খেলেন অধ্যক্ষের কাছে

সংসদে দুই বাঙালির তরজা! বাবুল ধমক খেলেন অধ্যক্ষের কাছে

  • |
Google Oneindia Bengali News

কোনও মন্ত্রীকে এমন অধিকার দেওয়া হয়নি যে , তিনি কাউকে ধমকাতে পারেন , এমন বক্তব্যেই এদিন সংসদে মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে ধমক দিলেন অধ্যক্ষ ওম বিড়লা। এদিন , একদিকে বিজেপির তরফে বক্তব্য রাখছিলেন বাবুল সুপ্রিয় ও অন্যদিকে ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। আর দুই তরফের তরজায় বাবুল সুর চড়াতেই অধ্যক্ষ সরব হন।

কোন প্রসঙ্গে অধ্যক্ষ ওম বিড়লার ধমক

কোন প্রসঙ্গে অধ্যক্ষ ওম বিড়লার ধমক

কোনও মন্ত্রীকে এমন অধিকার দেওয়া হয়নি যে , তিনি কাউকে ধমকাতে পারেন , এমন বক্তব্যেই এদিন সংসদে মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে ধমক দিলেন অধ্যক্ষ ওম বিড়লা। এদিন , একদিকে বিজেপির তরফে বক্তব্য রাখছিলেন বাবুল সুপ্রিয় ও অন্যদিকে ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। আর দুই তরফের তরজায় বাবুল সুর চড়াতেই অধ্যক্ষ সরব হন।

বাবুলের বক্তব্য রেকর্ড থেকে সরানো হল

বাবুলের বক্তব্য রেকর্ড থেকে সরানো হল

এদিন অধ্যক্ষ ওম বিড়লা ধমকের সুরে সাফ জানিয়ে দেন যে বাবুলের বক্তব্য যেন রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। মন্ত্রীর বক্তব্য নিয়ে কংগ্রের তরফে স্লোগানও তোলা হয়। বিক্ষোভ প্রদর্শন করা হয়। এমন পরিস্থিতিতে, বাবুল বলেন, তিনি বহুদিন ধরেই অধীর চৌধুরীকে চেনেন। দুই নেতার পরিচিতি রয়েছে। বাবুল বলেন, তিনি নিজেই এই মন্তব্য তুলে নিতে চান।

সংসদে মূলত কী ঘটেছে?

সংসদে মূলত কী ঘটেছে?

'ক্লিন এয়ার প্রোগ্রাম' নিয়ে আলোচনা চলছিল সংসদে। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, এই ইস্যুতে কোনও কাজই করেনি সরকার। এরপরই বাবুল বলেন, যেহেতু অধীর চৌধুরী 'ফিট ইন্ডিয়া' নিয়ে ব্যস্ত তাই তিনি সম্ভবত এই রিপোর্ট বিস্তারিতভাবে পড়ার সময় পাননি। এরপরই বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসে।

English summary
Babul Supriyo gets rebuked by Speaker in Parliament on Adhir Issue .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X