For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী বছর পড়লেই শুরু হতে চলেছে অযোধ্যায় মন্দির নির্মাণ!

রাম নবমীর শুভদিনে শুরু হতে চলেছে অযোধ্যায় মন্দির নির্মাণ

Google Oneindia Bengali News

রাম নবমীর শুভদিনেই শুরু হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। এমনই সিদ্ধান্তের কথা আপাতত শোনা যাচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ জারির তিন মাসের মধ্যে মন্দির নির্মাণ শুরু করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রর তত্বাবধানে তৈরি হবে মন্দির। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

রাম নবমীতেই নির্মাণ

রাম নবমীতেই নির্মাণ

২০২০ সালের ২ এপ্রিল রাম নবমীর দিন থেকেই অযোধ্যায় মন্দির নির্মাণ শুরু করা হবে। বিশ্ব হিন্দু পরিষদ নেতা জানিয়েছেন ২০২০ সালে বড় করে উদযাপন করা হবে রামে জন্মদিন। সেই শুভদিনেই শুরু হবে নির্মাণ। তবে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকেই। মকর সংক্রান্তিতে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন সেই ভিএইচপি নেতা। স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা(৭৬) পরিকল্পিত নকশা অনুযায়ী তৈরি হবে মন্দির। প্রাক্তন ভিএইচপি প্রধান অশোক সিঙ্ঘালের অনুরোধেই চন্দ্রকান্ত সোমপুরা মন্দিরের নকশা তৈরি করেছিলেন। সোমপুরার তৈরি সেই নকশা অযোধ্যার করসেবক পুরমে রাখা রয়েছে।

মন্দির তৈরি হবে ৪ বছর ধরে

মন্দির তৈরি হবে ৪ বছর ধরে

বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের কথায় জানা গিয়েছে মন্দির তৈরির কাজ শেষ হতে চার বছর সময় লেগে যাবে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে মন্দির নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন তাঁরা। এর মধ্যে আবার অন্য সমীকরণ দেখছেন বিরোধীরা। ২০১৪ সালে এই রাম মন্দিরকে সামনে রেখেই নির্বাচন জেতার কৌশল তৈরি করছে বিেজপি। ভিএইচপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ১.২৫ লাখ কিউবিক ফুট পাথর ইতিমধ্যেই খোদাই করে তৈরি করা হয়েছে অযোধ্যায়। পুরো মন্দিরটি তৈরি করতে ১.৭৫ ফুট কিউবিক পাথর প্রয়োজন। সেই কাজ এখন শুরু হবে বলে জানিয়েছেন ভিএইচপি নেতারা।

 তৎপর যোগী সরকার

তৎপর যোগী সরকার

কেন্দ্র এবং উত্তর প্রদেশে শাসকের আসনে বিজেপি থাকায় মন্দির তৈরির কাজে ঢিলেমি আসবে না এমনই মনে করছেন ভিএইচপি নেতারা। যোগী সরকার ইতিমধ্যেই মন্দির তৈরির জন্য সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। রায় জানার পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছে, মন্দির তৈরির জন্য অযোধ্যায় তিনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং রাস্তা চওড়া করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের তৈরি ট্রাস্টের তত্বাবধানেই তৈরি হবে মন্দির।

English summary
Ayodhya temple will likely begin on Ram Navami in April 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X