For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার 'রাম লালা'কে আইনজীবীরা কী অর্পণ করতে চলেছেন! ২৪ নভেম্বর ঘিরে প্রস্তুতি

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলায় গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কেটে গিয়েছে কয়েক সপ্তাহ। অযোধ্যা থেকে নেপালের জনকপুরের উদ্দেশে ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের ডাকে শুরু হয়েছে 'রাম বারাত' যাত্রা। অযোধ্যায় রাম জন্মভূমিকে ঘিরে মন্দির নির্মাণের জন্য ধীরে ধীরে শুরু হয়েছে প্রস্তুতি। উঠে আসছে ভোগের অর্পণ সামগ্রী ঘিরেও বহু তথ্য। আর এবার জানা যাচ্ছে, যে সমস্ত আইনজীবীরা অযোধ্যা মামলায় রাম লাল বিরাজমানের পক্ষের আইনজীবীরা দেবতার উদ্দেশে কোন জিনিসটি অর্পণ করতে চলেছেন, তার তথ্য।

আগামী ২৪ তারিখ কী ঘটবে?

আগামী ২৪ তারিখ কী ঘটবে?

আগামী ২৪ নভেম্বর অযোধ্যায় রাম লালা বিরাজমান পক্ষের আইনজীবীরা রাম জন্মভূমি মন্দিরে গিয়ে অর্পণ করে আসবেন অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের একটি কপি। সুপ্রিম কোর্টের পূর্বতন চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের ঐতিহাসিক রায়ের কপি রামের মন্দিরে থাকবে বলে জানা গিয়েছে।

 অযোধ্যায় সমারোহ

অযোধ্যায় সমারোহ


গত ৯ নভেম্বর ঐতিহাসিক রায়ে সাফল্যের জন্য আগামী ২৩ তারিখ রামলালা বিরাজমান পক্ষের আইনজীবিদের সম্মানিতও করা হবে বলে জানা গিয়েছে। আর আর এই আয়োজন করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ।

 ২৪ জন আইনজীবী সম্মানিত হচ্ছেন

২৪ জন আইনজীবী সম্মানিত হচ্ছেন

আগামী ২৩ নবেম্বর রাম লালা বিরাজমান পক্ষের ২৪ জন আইনজীবীকে সম্মানিত করা হবে করসেবকপুরমে। এই আইনজীবীদের মধ্যে সবচেয়ে বর্ষীয়ান ৯৩ বছরের কেশব পরসরান। তাঁকে সেদিন বিশেষভাবে সম্মানিত করা হবে বলে জানা গিয়েছে।

রামলালার ভোগের জন্য কী নিবেদিত হবে?

রামলালার ভোগের জন্য কী নিবেদিত হবে?

জানা গিয়েছে , বিহারের হনুমান টেম্পল ট্রাস্টের তরফে অযোধ্যার রামলালার জন্য অর্পণ করা হবে গোবিন্দ ভোগ চালের ভোগ প্রসাদ। সেই ঘোষণা গতকালই ট্রাস্টের তরফে করে দেওয়া হয়েছে।

English summary
Ayodhya's Ram Lalla Virjajman to be presented SC Verdict copy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X