For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে ভ্যাকসিন ডোজ বৃদ্ধি, লকডাউন মধ্যপ্রদেশে, দেশের করোনা আপডেট এক নজরে

মহারাষ্ট্রে ভ্যাকসিন ডোজ বৃদ্ধি, লকডাউন মধ্যপ্রদেশে, দেশের করোনা আপডেট এক নজরে

Google Oneindia Bengali News

দেশে করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে মোদী রাজ্য সরকারগুলিকে করোনা টেস্ট বৃদ্ধি ও সকলকে কোভিড বিধি মেনে চলার আর্জি জানিয়েছেন। মোদী জানিয়েছেন যে মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগুলি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।

টেস্ট, ট্র‌্যাক ও চিকিৎসা

টেস্ট, ট্র‌্যাক ও চিকিৎসা

মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন যে নৈশ কার্ফু ও মাইক্রো-কনটেইনমেন্ট জোনের ওপর জোর দিক তাঁরা এবং '‌টেস্ট, ট্র‌্যাক ও চিকিৎসা'‌ এই ফমুর্লাতে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক। মোদী এও জানিয়েছেন যে করোনা ভ্যাকসিন উপলব্ধ হওয়ার আগেই দেশে সংক্রমণের হার কমাতে সফল হয়েছে সরকার এবং এসওপি যদি সঠিকভাবে অনুসরণ করা যায়, তবে ভাইরাসকে দূরে রাখার এটাই একমাত্র উপায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 মহারাষ্ট্রে করোনা ডোজের বৃদ্ধি

মহারাষ্ট্রে করোনা ডোজের বৃদ্ধি

এরই মাঝে ভ্যাকসিন ডোজের ঘাটতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলে মহারাষ্ট্র। এরপরই কেন্দ্র সিদ্ধান্ত নেয় যে আগের প্রতিশ্রুতি অনুযায়ী ৭.‌৩ লক্ষ ডোজের বদলে ১৭ লক্ষ ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হবে মহারাষ্ট্রকে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তেও খুশি নয় মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন যে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের চেয়ে বেশি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে এই রাজ্যের। প্রতি সপ্তাহে মহারাষ্ট্রের ৪০ লক্ষ করে ডোজের প্রয়োজন, অথচ গুজরাট ৩০ লক্ষের বেশি ও হরিয়ানাকে ২৪ লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হচ্ছে।

 মধ্যপ্রদেশে লকডাউন

মধ্যপ্রদেশে লকডাউন

বৃহস্পতিবার মধ্যপ্রদেশে করোনা কেসের বৃদ্ধির জেরে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করা হয়। যা শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। রাজ্যে করোনা কেস বৃদ্ধির পর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেন।

টিকা উৎসব

টিকা উৎসব

একইসঙ্গে মোদী প্রস্তাব দেন, আগামী ১১ এপ্রিল (রবিবার) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে 'টিকা উৎসব' চালু করা হোক। সেই সময় দেশে যত বেশি সংখ্যক টিকা প্রদানের উপর জোর দেন তিনি। সঙ্গে টিকা যাতে একদম নষ্ট না হয়, তা নিশ্চিত করার নির্দেশও দেন।

এবার নির্বাচন কমিশনের কোপে শুভেন্দু অধিকারী, মমতাকে 'বেগম' ডেকে বিপাকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীএবার নির্বাচন কমিশনের কোপে শুভেন্দু অধিকারী, মমতাকে 'বেগম' ডেকে বিপাকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী

English summary
Lockdown in Madhya pradesh, vaccination festival in India with increase in vaccine dose in Maharashtra, a bunch of updates on coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X