For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশদ্রোহীদের' জন্য 'কুত্তে কি মউত' এর হুমকি! আলিগড় ইস্যুতে নয়া দাবি বিজেপি মন্ত্রীর

দেশদ্রোহীদের' জন্য 'কুত্তে কি মউত' এর হুমকি! আলিগড় প্রসঙ্গে নয়া দাবি বিজেপি মন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

ফের একবার বিতর্কে জড়ালেন আরও এক বিজেপি নেতা। এবার খবরে উত্তরপ্রদেশের শ্রমদফতরের মন্ত্রী রঘুরাজ সিং। এর আগেও, তিনি সিএএ প্রতিবাদীদের জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন। আর আজ তিনি একধাপ এগিয়ে , আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিতর্কিত 'কুত্তে কি মউত' এর বার্তা দিয়ে দিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণের দাবিও তোলেন তিনি।

 'কুত্তে কি মউত'

'কুত্তে কি মউত'

দিলীপ ঘোষের পর এবার ফের একবার 'কুকুরের মতো মারার' হুমকি দিলেন আরও এক বিজেপি নেতা। উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং এদিন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ প্রতিবাদ ঘিরে বক্তব্য রাখতে গিয়ে বলেন,আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ' দেশ বিরোধী ' মানুষ রয়েছেন তাঁদের 'কুকুরের মতো মারা হবে'। আর সেই বক্তব্যের ভিডিও একটি সংবাদমাধ্যমে আসতেই তা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে তার নাম 'হিন্দুস্তান বিশ্ববিদ্যালয়' রাখার প্রস্তাব দিয়েছেন। যা নিয়েও বিতর্ক ক্রমাগত দানা বাঁধতে শুরু করেছে।

আলিগড়ের পড়ুয়াদের নিয়ে মন্তব্য

আলিগড়ের পড়ুয়াদের নিয়ে মন্তব্য

আলিগড়ের পড়ুয়াদের নিয়ে মন্তব্য করতে গিয়ে এদিন রঘুরাজ সিং বলেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন এখন তাঁরা পাকিস্তান যেতে চান। আর মন্ত্রীর এমন বক্তব্য ঘিরে দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক।

বিতর্ক ও বিজেপি

বিতর্ক ও বিজেপি

বেশ কয়েকদিন ধরে একাধিক বিজেপি নেতা রয়েছেন বিতর্কে কেন্দ্রে। অনুরাগ ঠাকুর এর আগে বলেন ,দেশের যাঁরা বিরোধিতা করবেন তাঁদের গুলি মারা হোক। এরপর বিজেপি সাংসদ পরবেশ বর্মা শাহিনবাগের প্রতিবাদীদের নিয়েও আরও একটি বিতর্কিত মন্তব্য করেন। এরপরই দিল্লি নির্বাচনের আগে নড়চড়ে বসে কমিশন। আর এবার খবরে আরও এক বিজেপি নেতা।

English summary
AMU could be renamed ‘Hindustan University’,BJP minister says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X