For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণতন্ত্রে আস্থা অটুট জম্মু ও কাশ্মীরবাসীর! শ্রীনগরে পদ্ম ফুটতেই বার্তা অমিত শাহের

Google Oneindia Bengali News

স্থানীয় বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। এদিন এক টুইট বার্তায় অমিত শাহ লেখেন, 'ডিডিসি নির্বাচনে অংশ নেওযার জন্যে আমি জম্মু ও কাশ্মীরের মানুষদের শুভেচ্ছা জানাতে চাই। আমি আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ ডানাতে চাই। এটা জম্মু ও কাশ্মীরের মানুষদের গণতন্ত্রের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে।'

'জিততে' পারেনি বিরোধীরা

'জিততে' পারেনি বিরোধীরা

গেরুয়া শিবিরের দাবি ছিল বিজেপিকে হারাতে জম্মু ও কাশ্মীরে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল ফারুক আব্দুল্লাহ ও মেহবুবা মুফতির দল। অবস্য তা সত্ত্বেও তারা একতরফাভাবে জিততে পারেনি। উপত্যকার মানুষ তাঁদের পাশে রয়েছেন বলেও দাবি করেন বিজেপির দুই নেতা শাহনাওয়াজ হুসেন ও অনুরাগ ঠাকুর।

উপত্যকার ২০ জেলার ৯টিতে জয়ী গুপকর জোট

উপত্যকার ২০ জেলার ৯টিতে জয়ী গুপকর জোট

শেষ পর্যন্ত জম্মু-কাশ্মীর জেলা উন্নয়ন পরিষদ (ডিভিসি) নির্বাচনে ন্যাশনাল অ্যালায়েন্স নেতা ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন গুপকর জোট উপত্যকার ২০ জেলার ৯টিতে জয়ী হল৷ পুরোনো মর্যাদা হারিয়ে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত হওয়ার পর এটিই প্রথম জেলা উন্নয়ন পরিষদের (ডিভিসি) নির্বাচন ছিল৷ দেখা যায় গুপকর জোট কাশ্মীর দখল করতে সক্ষম হলেও ফের জম্মু জয় করেছে বিজেপি৷

সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে বিজেপি

সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে বিজেপি

চলতি নির্বাচনে গুপকর জোটে কাশ্মীরের ৭টি প্রধান দল ছিল৷ যার মধ্যে ন্যাশনাল অ্যালায়েন্স ছাড়াও ছিল ন্যাশনাল কনফারেন্স ও মেহেবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)৷ ফলাফল প্রকাশের পর দেখা গেল কাশ্মীরে ১০০টির বেশি আসন পেয়েছে জোট৷ অন্য দিকে জম্মুতে ৭৪টি আসনে জয় পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে বিজেপি৷

কাশ্মীরে বিজেপি জয় পেয়েছে ৩টি আসনে

কাশ্মীরে বিজেপি জয় পেয়েছে ৩টি আসনে

২০ জেলায় ১৪টি করে মোট ২৮০টি আসনে ভোট ছিল এবার৷ ২৫ দিন ধরে আট দফায় ভোট হয়৷ জানা গিয়েছে, জম্মুতে বিজেপি পেয়েছে ৭৪টি আসন, গুপকর জোট পেয়েছে ৩৫টি আসন, কংগ্রেস জিতেছে সাকুল্যে ১৭টি আসনে৷ অন্যদিকে কাশ্মীরে ফারুক আবদুল্লার নেতৃত্বে জোট জিতেছে ৭১টি আসনে, বিজেপি জয় পেয়েছে ৩টিতে এবং কংগ্রেসে পেয়েছে ১০টি আসন৷ একটি জেলার ফলাফল প্রকাশ এখনও বাকি রয়েছে৷

English summary
Amit Shah on Jammu and Kashmir's DDC Election, said, Reflects people’s faith in democracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X