For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়া এনকাউন্টার মামলায় আদালতে হাজিরা থেকে অব্যাহতি পেলেন অমিত শাহ

Google Oneindia Bengali News

ভুয়া এনকাউন্টার মামলায় আদালতে হাজিরা থেকে অব্যাহতি পেলেন অমিত শাহ
মুম্বই, ৭ জুন : তুলসীরাম প্রজপতি ভুয়া এনকাউন্টার মামালায় আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পেলেন নরেন্দ্র মোদী ঘণিষ্ঠ অমিত শাহ। স্বাস্থ্যের দিক খতিয়ে দেখে অমিত শাহের আদালতে হাজিরার বিষয়ে অব্যাহতির আর্জি জানিয়েছিলেন অমিত শাহের আইনজীবী। তারই প্রেক্ষিতে আদালতের এই রায়।

শুধুমাত্র শুক্রবারে আদালতে হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন শাহ। তাঁকে এবং তাঁর সঙ্গে অভিযুক্ত বাকি ৩৭ জনকে আগামী ২০ জুনের আগে হাজিরা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।

আদালতের হাজিরা থেকে অব্যাহতির আবেদনে অমিত শাহের আইনজীবী জানিয়েছেন, অমিত শাহের রক্তে শর্করার মাত্রা অত্যান্ত বেড়ে গিয়েছে। তিনি ডায়বেটিক রোগী। এবং এর ফলে কিছু মেডিক্যাল পরীক্ষা করাতে হবে তাঁর। সেই কারণেই এই আবেদন জানানো হয়েছে।

এই অব্যাহতির আবেদনের বিরোধিতা জানিয়েছিল সিবিআই কাউন্সিল। তাঁদের যুক্তি ছিল আবেদন জানানো হলেও আবেদন পত্রের সঙ্গে কোনও চিকিৎসা জনিত কাগজপত্র জমা দেওয়া হয়নি ফলে এই আবেদন খারিজ করার পক্ষেই মত ছিল তাঁদের। কিন্তু বিশেষ বিচারক জে টি উতপাত এই অব্যাহতির আবেদন মঞ্জুর করেন।

২০০৬ সালে ভুয়া এনকাউন্টার মামলায় অমিত শাহ-সহ সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে গত মাসে শমন জারি করে আদালত।

উল্লেখ্য ২০০৫ সালে সোহরাবুদ্দিন শেখকে ভুয়া এনকাউন্টারে মারা হয়। এই সোহরাবুদ্দিনেরই সঙ্গী ছিলেন প্রজাপতি। একইভাবে ২০০৬ সালে তাঁকেও ভুয়া এনকাউন্টারে মারা হয়।

English summary
Amit Shah exempted from appearance in fake encounter case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X