For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অমিত শাহ আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন ,আমরা নই', কংগ্রেসের হুঙ্কার

গোটা দেশে অশান্তির ঘটনায় গ্রেফতার প্রায় কয়েক হাজার মানুষ। মৃত্রে সংখ্যাও নেহাত কম নয়। নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে রীতিমতো তোলপাড় উত্তরপূর্ব ভারত থেকে দিল্লি ও কর্ণাটক।

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশে অশান্তির ঘটনায় গ্রেফতার প্রায় কয়েক হাজার মানুষ। মৃত্রে সংখ্যাও নেহাত কম নয়। নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে রীতিমতো তোলপাড় উত্তরপূর্ব ভারত থেকে দিল্লি ও কর্ণাটক। এমন পরিস্থিতিতে বিজেপি শিবির বার বার তোপ দেগে কংগ্রেস শিবিরকেই দেশ জোড়া অশান্তির জন্য দায়ী করেছে। এর পাল্টা জবাবে রীতিমতো তোপ দেগে কংগ্রেস জানিয়েছে, যাবতীয় সমস্যা অমিত শাহই শুরু করেছেন।

 কোন যুক্তি কংগ্রেসের?

কোন যুক্তি কংগ্রেসের?

কংগ্রেসের দাবি, সংসদে অমিত শাহ যেভাবে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দাবি করেছেন, তাতে গোটা দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সংসদের দুটি কক্ষেই এক্ষেত্রে অমিত শাহের বার্তা ভীতি তৈরি করেছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।

কোন বক্তব্য আনন্দ শর্মার?

কোন বক্তব্য আনন্দ শর্মার?

কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানিয়েছেন, ' সংসদের দুটি কক্ষে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আতঙ্ক আর অনিশ্চয়তার বাতারণ তৈরি করেছে। সরকার এর জন্য দায়ী।' মূলত , এর আগে বিজেপি শিবিরের পক্ষ থেকে বারবার কংগ্রেসের বিরুদ্ধে হিংসা ছড়ানোর দাবি করা হয়েছে। রামলীলা ময়দানে রবিবারের সভাতে মোদীও একই রকমের বার্তা দিয়েছেন।

ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের ডাক কংগ্রেসের

ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের ডাক কংগ্রেসের

কংগ্রেসের তরফে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল তৈরির দাবি করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে দেশ জুড়ে যা চলছে সেই'সেনসেটিভ অ্যান্ড সিরিয়াস' ইস্যুকে নিয়ে সমস্ত রাজ্যের সঙ্গে আলোচনা যেন করা হয় তার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা।

ঝাড়খণ্ডে প্রাথমিক প্রবণতা সামনে আসতেই সঙ্গী খুঁজতে ফোন তুলল বিজেপি ও কংগ্রেস ঝাড়খণ্ডে প্রাথমিক প্রবণতা সামনে আসতেই সঙ্গী খুঁজতে ফোন তুলল বিজেপি ও কংগ্রেস

ঝাড়খণ্ডে একক বৃহত্তম দল বিজেপি, রঘুবর দাস কি পারবেন 'অভিশাপ' ভাঙতে? ঝাড়খণ্ডে একক বৃহত্তম দল বিজেপি, রঘুবর দাস কি পারবেন 'অভিশাপ' ভাঙতে?

English summary
Amit Shah created environment of fear, uncertainty says Congress on CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X