For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝেও দেশে কমছে বেকারত্ব, ছন্দে ফিরছে অর্থনীতি! সিএমআইই রিপোর্টে মিলল ইতিবাচক ইঙ্গিত

Google Oneindia Bengali News

করোনার জেরে গত কয়েক মাসে দেশের আর্থিক প্রবৃদ্ধির হার ঠেকেছে তলানিতে। কিনারায় ঝুলে থাকা অর্থনীতির দৌলতে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্বের হার। করোনা সংক্রমণের প্রকোপ এবং তার জেরে চলতে থাকা এই লকডাউনে মানুষ চাকরি হারিয়েছে বড় শহরগুলিতে। বাদ যায়নি গ্রামীণ অঞ্চলগুলিও। তবে করোনা সংক্রমণ বাড়ার মাঝএই দেশে শিথিল হয়েছে লকডাউন।

সংক্রমণের ভয়াবহ চিত্র সামনে এসেছে দেশে

সংক্রমণের ভয়াবহ চিত্র সামনে এসেছে দেশে

লকডাউন শিথিল হতেই করোনা সংক্রমণের ভয়াবহ চিত্র সামনে এসেছে দেশে। তবে এরই মাঝে বেকারত্বের হার লকডাউন পূর্ববর্তী অবস্থানে ফিরে যাচ্ছে। এমনটাই জানাচ্ছে নতুন সমীক্ষা। বিশেষ করে গ্রামীণ এলাকাতে বেকারত্বের হার কমে গিয়েছে অনেকটাই।

থমকে রয়েছে অর্থনীতি

থমকে রয়েছে অর্থনীতি

করোনা ভাইরাস রুখতে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতিতে। থমকে রয়েছে অর্থনীতি। প্রায় একই অবস্থা দেখা যায় ভারতেও। যারা বাড়িতে বসে কাজ করতে পারছেন তারা করছেন, না হলে কর্মহীন ভাবে দিন কাটছে কয়েক কোটি মানুষের। এই পরিস্থিতিতে অর্থনীতি যে ধসে যাবে তা প্রায় একপ্রকার নিশ্চিত। আর এই ধসের জেরে বিশ্বের পাশাপাশি ভারতেও চাকরির অভাবও দেখা দেয়।

করোনা আবহে দেশের বেকারত্বের হার

করোনা আবহে দেশের বেকারত্বের হার

এই অবস্থায় দেশে বেকারত্বের হার ছুঁয়ে গিয়েছিল ২৬ শতাংশের গণ্ডি। এপ্রিলের তৃতীয় সপ্তাহ শেষেই বেকারত্বের হার গিয়ে দাঁড়িয়েছিল ২৩-২৪ শতাংশের মাঝামাঝি। ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিলের এই ব্যবধানেই এই হার বেড়েছে আরও প্রায় ৩ শতাংশ। তবে সেই হারই এবার কমে দাঁড়াল ১০.৯৯ শতাংশে। লকডাউন লাগু হওয়ার আগে মার্চে এই হার ছিল ৮.৭৫ শতাংশ।

করোনা নিয়ে আশঙ্কা

করোনা নিয়ে আশঙ্কা

লকডাউন শিথিলের আগে জুন মাসের প্রথম সপ্তাহে দেশে বেকারত্বের হার ছিল ১৭.৫ শতাংশ। এরপর লকডাউন শিথিল হতে সেই হার নেমে আসে ১১.৬ শতাংশে। আর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের বেকারত্বের হার নেমে এসেছে ১০.৯৯ শতাংশে। তবে আদৌ কি ছন্দে ফিরছে দেশ? প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে দেশের পরিস্থিতি খারাপ হতে চলেছে বলে আশঙ্কা অধিকাংশ মানুষের।

<strong>ভারতে উপার্জনের 'রাস্তা' বন্ধ চিনের! বেজিংকে ভাতে মারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের</strong>ভারতে উপার্জনের 'রাস্তা' বন্ধ চিনের! বেজিংকে ভাতে মারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

English summary
Amid Ladakh and Coronavirus crisis, unemployment rate in India dips to 10.99 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X