For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতির মাঝে মহারাষ্ট্রে নয়া ত্রাস ডোল্টার 'এওয়াই ডট ফোর', কী বলছেন গবেষকরা

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মাঝে নিত্যদিনের জীবন বহু গুণে বদলে গিয়েছে গোটা বিশ্বের। মুখে মাস্ক বা হাতে স্যানিটাইজারের ব্যবহার ছাড়া জীবনযাপন কার্যত অস্বাভাবিক বলে মনে হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে নতুন যে ত্রাসের নাম উঠে আসতে শুরু করেছে, তা হল ডেল্টা ভ্যারিয়েন্টের সাব লিনিয়েজ এওয়াই ডট ফোর। মহারাষ্ট্র থেকেই যে সমস্ত নমুনা পরীক্ষাগারে পাঠানো হচ্ছে, তাতেই এই নয়া ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে। দেখা যাচ্ছে ,ধীরে ধীরে এপ্রিল থেকে শুরু করে জুলাইয়ের দিকে বেড়েছে করোনার এই ভ্যারিয়েন্টের সাব লিনিয়েজের দাপট। গোটা মহারাষ্ট্র জুড়ে এই পরিস্থিতি থাকায় রীতিমতো ত্রস্ত হতে শুরু করেছেন মানুষ। প্রশ্ন উঠছে করোনা পরিস্থিতিতে এই সমস্যা কতটা ভয়াবহ হয়ে যেতে পারে?

করোনা পরিস্থিতির মাঝে মহারাষ্ট্রে নয়া ত্রাস ডোল্টার এওয়াই ডট ফোর, কী বলছেন গবেষকরা

মহারাষ্ট্রে এপ্রিল মাসে কোভিডের জিনোম সিকোয়েন্সিং-এর যে ফলাফল দেখা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে জিনোম সিকোয়েন্সিং এর যে ফলাফল মিলেছিল , তাতে ১ শতাংশ এওয়াই ডট ফোর এর সন্ধান মিলেছিল। এরপর এর অনুপাত, ২ শতাংশ হয় জুলাই মাসে, ৪৪ শতাংশ হয় অগাস্ট মাসে। অগাস্ট মাসে ডেল্টার সন্ধান প্রায় ৩০৮ টির মধ্যে ১১১ টি নমুনার মধ্যে পাওয়া যায়। যা ৩৬ শতাংশ পরিসংখ্যানের বিচারে। এই ৩০৮ টি নমুনার মধ্যে ১৩৭ টিতেই এই বিশেষ এওয়াই ডট ফোর লিনিয়েজ রয়েছে বলে জানা যায়। ফলে মোট নমুনার ৪৪ শতাংশই এই এওয়াই ডট ফোর বলে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ডেল্টার দাপট গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। তার মাঝে ডেল্টার এই ভয়ানক লিনিয়েজ কীভাবে মহারাষ্ট্র জুড়ে নতুন করে সন্ত্রাস তৈরি করছে, তা নিয়ে রয়েছে বহু ধরনের উদ্বেগ। গত সপ্তাহতেও একাধিক নমুনা পরীক্ষায় বারবার ডেল্টার রমরমা দেখা দিতে শুরু করে দিয়েছে। যা মহারাষ্ট্রের ক্ষেত্রে নয়া উদ্বেগ তৈরি করেছে বলে দেখা যাচ্ছে।

এদিকে, শুধু মহারাষ্ট্র নয়, বেঙ্গালুরু থেকেও এই জিনোম সিকোয়েন্সিংএর জন্য যে সমস্ত নমুনা এসেছে , তাতেও এওয়াই ডট ফোর এর রমরমা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে রীতিমতো ত্রাস তৈরি করেছে ডেল্টা। এদিকে গবেষকদের বক্তব্য যদি ভ্যারিয়েন্ট প্রবলভাবে ছড়িয়ে পড়তে থাকে, তাহলেই তা ভয়াবহ হতে পারে। এদিকে, এই ঘরনের ভ্যারিয়েন্টে ১৩৩ বার স্পাইক প্রোটিনে মিউটেশন রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের । এদিকে, যখন করোনার প্রবল দাপট ও তৃতীয় স্রোতের সম্ভাবনা দংশন করতে শুরু করে দিয়েছে, তখন এমন একটি নতুন ঘটনা রীতিমতো উদ্বেগে রেখেছে দেশকে।

English summary
Maharashtra sees new Delta Sub-Lineage AY.4 , know what scientist have to say about it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X