(ভিডিও) দেখে নিন মহাকাশ থেকে তোলা পৃথিবীর অনন্য রূপ

মহাকাশ থেকে তোলা পৃথিবীর নানা ছবি এর আগে প্রকাশিত হলেও কতিপয় মানুষই এখনওপর্যন্ত এরকম দৃশ্য স্বচক্ষে চাক্ষুষ করেছেন।
টেরি ভ্রিটস তাঁদেরই একজন। নাসার এই মহাকাশচারী এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে রয়েছেন। সেখান থেকেই পৃথিবীর উপর থেকে নানা অভিনব দৃশ্য তিনি ক্যামেরাবন্দি করেছেন। সেসব ছবি ও ভিডিও তিনি স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের অ্যাকাউন্টে পোস্টও করেছেন।
পৃথিবীর উপর থেকে তোলা তাঁর ভিডিও ও স্টিল ছবিগুলি এককথায় অনন্য। পোস্ট করার পর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেগুলি। নিচে সেই ছবিগুলিই একে একে দেওয়া হয়েছে।
Bright city lights from Chennai #India. pic.twitter.com/QNs71BhndM
— Terry W. Virts (@AstroTerry) May 6, 2015
#India sparkles from #Delhi and #Ahmedabad all the way to #Chennai. #SpaceVine https://t.co/2zYaQbyf1o
— Terry W. Virts (@AstroTerry) May 6, 2015
Moonlit clouds over southeast #India coastline, with Chennai, Bangalore, and Hyderabad. pic.twitter.com/z9wSvs7YXg
— Terry W. Virts (@AstroTerry) May 7, 2015
Day flight over #India, with the Ganges drifting by on the left. #spacevine https://t.co/aA3JNuORQb
— Terry W. Virts (@AstroTerry) May 8, 2015
#India night flight along the east coast. #SpaceVine https://t.co/Hc0UIsqTpu
— Terry W. Virts (@AstroTerry) May 8, 2015
Massive lightning storm over #India. A majestic performance that inspires awe and respect. #SpaceVine https://t.co/yrMpOV2J1D
— Terry W. Virts (@AstroTerry) May 9, 2015
Sulu Sea fishing boats, and Super Typhoon #Noul as it approaches the Philippines. #SpaceVine https://t.co/5dkGIXGgoS
— Terry W. Virts (@AstroTerry) May 10, 2015