For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে স্বাভাবিক ছন্দে অমরনাথযাত্রা ,হামলায় আহত যাত্রীদের জন্য বিশেষ বিমান

হামলায় আহত অমরনাথ যাত্রীদের আকাশপথে দিল্লি নিয়ে যাওয়ার বন্দোবস্ত,আজ থেকে স্বাভাবিক ছন্দে এই তীর্থযাত্রা

  • |
Google Oneindia Bengali News

অমরনাথ যাত্রীদের ওপর হামলার ঘটনায় আহতদের বিমানপথে দিল্লি নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্য়মন্ত্রী নির্মল সিং। সোমবার গভীর রাতে অমরনাথের উদ্দেশে সফররত বাসের যাত্রীদের ওপর অতর্কিত গুলি বর্ষণের ঘটনায় মারা যান ৭ জন। আহত হয়েছেন ১৯ জন।

জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানান, হামলায় মৃতদের ও আহতদের প্রথমে শ্রীনগরে নিয়ে যাওয়া হবে। সেখানে থেকেই আহতদের দিল্লি নিয়ে যাওয়া হবে। এর জন্য বিএসএফ-এর একটি বিশেষ এয়ারক্রাফ্ট -এর বন্দোবস্ত করা হয়।

আজ থেকে স্বাভাবিক ছন্দে অমরনাথযাত্রা ,হামলায় আহত যাত্রীদের জন্য বিশেষ বিমান

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ঘটে যাওয়া এই নাশকতার ঘটনায় আতঙ্ক ছড়ালেও, মঙ্গলবার থেকে স্বাভাবিক ছন্দেই ফের এই যাত্রা চলবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে পূর্ব নির্ধারিত পথেই জম্মু থেকে চলবে এই যাত্রা। ডিভিশনাল কমিশনার মনদীপ ভান্ডারি একথা জানিয়েছেন।

এর আগে, সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথের উদ্দেশে সফররত যাত্রী বোঝাই বাসে গুলি বর্ষণের গটনা ঘটে। টানা দেড় মিনিট ধরে চলে প্রবল গুলি বর্ষণ। বাসের দুদিক থেকে চলে আততায়ীদের গুলি। আর তাতেই প্রাণ হারান নিরিহ ৭ তীর্থযাত্রী। গুজরাত থেকে অমরনাথের উদ্দেশে রওনা হওয়া বাসটিতে এভাবেই আক্রমণ শানানো হয়েছে।

English summary
Jammu and Kashmir deputy chief minister Nirmal Singh said the Amarnath pilgrims injured in a terror attack at Anantnag district will be airlifted to Delhi on Tuesday. "The yatra will not be disrupted and it will continue as per the plans tomorrow," he told PTI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X