For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি 'ডুবন্ত জাহাজ'! জোট-সঙ্গী ত্যাগ নিয়ে চাঞ্চল্য বাড়য়ে দিলেন প্রভাবশালী নেতা

বিধানসভা ভোটের মুখে ঝাড়খণ্ডে শরিকদের চাপের মুখে পড়েছে বিজেপি। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের মুখে ঝাড়খণ্ডে শরিকদের চাপের মুখে পড়েছে বিজেপি। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন। তিনি বলেছেন, বিজেপি ডুবন্ত জাহাজ হওয়ায় শরিকরা ছেড়ে চলে যাচ্ছে। একইসঙ্গে তাঁর দাবি হাওয়া ঘুরছে ঝাড়খণ্ডে।

বিরোধী জোটেন নেতা হেমন্ত সোরেন

বিরোধী জোটেন নেতা হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল বিরোধী জোট তৈরি করেছে। জেএমএম লড়াই করছে ৪৩ টি আসনে, কংগ্রেস ৩১টি আসনে আর আরজেডি সাতটি আসনে।

 প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন বলেছেন, বিজেপি জাতীয়তাবাদের মতো সংবেদনশীল ইস্যুগুলিকে তুলছে। তাদের খারাপ শাসনকে ভুলিয়ে দিতে চাইছে। তাঁর দাবি শাসক বিজেপিক কাছে তুলে ধরার মতো কোনও ইস্যু নেই। গত পাঁচ বছরে রাজ্যের ক্ষতি করেছে বিজেপি, অভিযোগ সোরেনের। পাশাপাশি তাঁর অভিযোগ রাজ্যে বেকারির সমস্যা আকাশছোঁয়া।

 এনডিএ-র মধ্যেই লড়াই

এনডিএ-র মধ্যেই লড়াই

এনডিএ-র শরিক লোক জনশক্তি পার্টি যেমন ৫০ টি আসনে লড়াই করার কথা জানিয়েছে, ঠিক তেমনই সরকারের শরিক অল ঝাড়খণ্ড স্টুডেন্সস ইউনিয়ন বিজেপি বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানো করথা জানিয়েছে। পাশাপাশি জেডিইউ আলাদা করে লড়াইয়ের কথা জানিয়েছে। রাজ্যে বিজেপি অবস্থা ডুবন্ত জাহাজের মতো হওয়াতেই শরিকরা ছেড়ে যাচ্ছে বলে কটাক্ষ করেছেন হেমন্ত সোরেন।

রাজ্যের ভোটে স্থানীয় ইস্যু

রাজ্যের ভোটে স্থানীয় ইস্যু

তাঁর দাবি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে জমি অধিগ্রহণ এবং বেকারির মতো ইস্যুকে সামনে রেখে। তিনি মনে করিয়ে দিয়েছেন, এটা লোকসভা নির্বাচন নয়, রাজ্য বিধানসভার নির্বাচন। ফলে স্থানীয় ইস্যুই গুরুত্ব পাবে। তাঁর মতে এই নির্বাচনে ছোটনাগপুর টেনান্সি এবং সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্ট গুরুত্ব পাবে। গুরুত্ব পাবে বনাঞ্চলের অধিকারের কথা। রাজ্যের ভোটে অযোধ্যার মতো ইস্যু গুরুত্ব পাবে না বলেই মনে করেন তিনি।

সেনা-বিজেপি বিচ্ছেদের মাঝেই বালাসাহেবের প্রতি সম্মান জানাতে শিবাজি পার্কে ফড়নবিশসেনা-বিজেপি বিচ্ছেদের মাঝেই বালাসাহেবের প্রতি সম্মান জানাতে শিবাজি পার্কে ফড়নবিশ

প্রতিরক্ষা খাতে বোঝাপড়া বাড়াতে ব্যাংককে জাপান ও আমেরিকার সঙ্গে বৈঠক রাজনাথেরপ্রতিরক্ষা খাতে বোঝাপড়া বাড়াতে ব্যাংককে জাপান ও আমেরিকার সঙ্গে বৈঠক রাজনাথের

English summary
Allies of the BJP are deserting the sinking ship, says opposition CM candidate of Jharkhand Hemant Soren. He claims local issue will prevail in Jharkhand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X