For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল ১৯৪৭-এ', ফের শিরোনামে গিরিরাজ

  • |
Google Oneindia Bengali News

'পূর্ব পুরুষদের বড় ভুল' জানিয়ে এবার ফের একবার মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য উঠে এসেছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের তরফে। ফের একবার তাঁর মন্তব্য কেড়ে নিয়েছে শিরোনাম। এবারও নাগরিকত্ব ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বিতর্ক ডেকে আনেন গিরিরাজ।

জিন্নাহর ইসলামিক দেশ তত্ত্ব ও গিরিরাজের মন্তব্য

জিন্নাহর ইসলামিক দেশ তত্ত্ব ও গিরিরাজের মন্তব্য

' দেশের প্রতি নিয়োজিত হওয়ার এটাই সময়। ১৯৪৭ সালের আগে, জিন্নাহ ইসলামিক দেশ গড়ার ডাক দিয়েছিলেন। এটা আমাদের পূর্বপুরুষের ভুল , যার জন্য আমাদের মূল্য দিতে হচ্ছে। সেই সময়ই যদি মুসলিম ভাইদের পাঠিয়ে দেওয়া হত সেদেশে (পাকিস্তান) আর হিন্দুদের এখানে নিয়ে আসা হত, তাহলে এমন পরিস্থিতি তৈরি হত না। ..' এক সাম্প্রতিক সভায় এমনই বক্তব্য পেশ করে ফের একবার খবরের শিরোনামে আসেন গিরিরাজ সিং।

' যদি ভারতবাসীরা আশ্রয় না পান..'

' যদি ভারতবাসীরা আশ্রয় না পান..'

এরপরই সুর চড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে গিরিরাজ সিং বলেন, ' যদি ভারতবাসীরা এখানে (ভারতে) থাকবার সুযোগ না পান, তাহলে কোথায় যাবেন তাঁরা?' এমন বক্তব্য গিরিরাজ ফের একবার পেশ করতেই শুরু হয়ে যায় বিতর্ক।

 দেওবন্দকে 'সন্ত্রাসের গঙ্গোত্রী' বলে আখ্যা

দেওবন্দকে 'সন্ত্রাসের গঙ্গোত্রী' বলে আখ্যা

দেওবন্দকে কিছুদিন আগেই 'সন্ত্রাসের গঙ্গোত্রী' বলে আখ্যা দেন গিরিরাজ সিং। এরপর থেকেই বিতর্ক শুরু হয়ে যায়। উল্লেখ্য, দেওবন্দে বেশ কয়েকদিন ধরেই সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আর তার জেরেই গিরিরাজের এমন বক্তব্য বলে জানা যায়।

শাহিনবাগ ও গিরিরাজ

শাহিনবাগ ও গিরিরাজ

দিল্লিতে শাহিনবাগ নিয়ে গিরিরাজ সিংয়ের বক্তব্য বারবার প্রকাশ্যে এসেছে আগেও। তবে দিল্লি নির্বাচনের দিনের পারদ চড়িয়ে গিরিরাজ সিং বলেন, ' শাহিনবাগের সমর্থকরা কেজরিওয়ালকে ভোট দিতে এগিয়ে যাবেন। আমার দিল্লিবাসীদের কাছে আবেদন যে , যদি মনে করেন যে দিল্লিকে ইসলামিক স্টেট হতে দেবেন না , তাহলে বিজেপিকে ভোট দিন।'

English summary
All Muslims Should've Been Sent to Pakistan in 1947, says Giriaj Singh .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X