For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোহরাবউদ্দিন এনকাউন্টার ভুয়ো নয়, সব অভিযুক্তকে খালাস করে জানাল সিবিআই আদালত

সোহরাবউদ্দিন এনকাউন্টার মামলায় বিশেষ সিবিআই আদালত রায় দিল।

  • |
Google Oneindia Bengali News

সোহরাবউদ্দিন এনকাউন্টার মামলায় বিশেষ সিবিআই আদালত রায় দিল। ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়নি। যে প্রমাণ পেশ করা হয়েছে তাতে আদালত সন্তুষ্ট নয়। ফলে আদালত রায়ে ২২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। সাক্ষীদের পুনরায় যাচাই করার রায়ও আদালত খারিজ করে দিয়েছে।

আদালত জানিয়েছে, সোহরাবউদ্দিন শেখকে গুলি করা হলেও এটা প্রমাণিত হয়নি যে তার পিছনে কোনও ষড়যন্ত্র ছিল। এদিকে তুলসীরাম প্রজাপতির এনকাউন্টারও ভুয়ো ছিল না। সে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। পরে তার এনকাউন্টার হয়।

2

২১০ জন সাক্ষীর মধ্যে বেশিরভাগ সাক্ষীই অভিযোগের স্বপক্ষে বিশেষ কিছু প্রমাণ করার মতো তথ্য আদালতের হাতে তুলে দিতে পারেননি। ফলে সেই দায় আদালতের নয়. এবং প্রমাণের অভাবে সব সাক্ষীকে ছেড়ে দিতে হয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সোহবারউদ্দিন ২০০৫ সালে রাজস্থান ও গুজরাত পুলিশের যৌথ বাহিনীর অভিযানে খুন হয়। আর তার ঘনিষ্ঠ সঙ্গী তুলসীরাম প্রজাপতি ২০০৬ সালে খুন হয়। সিবিআই দুটি এনকাউন্টারকেই ভুয়ো বলে আদালতে জানায়। তবে এদিন আদালত এনকাউন্টার ভুয়ো নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

English summary
All 22 accused acquitted by Special CBI Court in Sohrabuddin Sheikh case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X