For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমলেশের হত্যায় জড়িয়ে চরমপন্থী সংগঠন, উঠে আসছে কার নাম

Google Oneindia Bengali News

হিন্দু মহাসভার সভাপতি কমলেশ তিওয়ারির হত্যাকাণ্ডে উঠে এল এক চরমপন্থী সংগঠনের নাম। কমলেশকে হত্যার পরেই লখনউ শহরে ভাইরাল হয়েছে সংগঠনের হোয়াটস অ্যাপ মেসেজ। আল-হিন্দ-সংগঠনের তরফ থেকে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই সংগঠনের অস্তিত্ব নিয়ে পুলিসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

কমলেশের হত্যায় জড়িয়ে চরমপন্থী সংগঠন, উঠে আসছে কার নাম

কমলেশের হত্যার পরেই লখনই শহরে ভাইরাল হয়েছে এই হোয়াটস অ্যাপ মেসেজটি। তাতে কমলেশের ছবি দিয়ে লেখা হয়েছে, এবার লড়াই শুরু হল। কমলেশ তিওয়ারি মুসলিম এবং ইসলামদের অবমাননা করে চলেিছলেন। যাঁরা যাঁরা ইসলামকে অবমাননা করবেন তাঁদের কমলেশের মতো পরিণতি হবে। এই সংগঠনের সঙ্গে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

লখনউ পুলিসের এডিজি পিভি রামশাস্ত্রী জানিয়েছেন, এখনই এই হত্যাকাণ্ড নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারা হত্যাকাণ্ড চালিয়েছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়।

কমলেশের হত্যাকাণ্ডে ঘটনায় এই নতুন চরমপন্থী সংগঠনের নাম প্রকাশ্যে আসায় উদ্বেগ বেড়েছে পুলিসের। হোয়াটস অ্যাপ মেসের অ্যাডমিনের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস।

English summary
Al-Hind Brigade claimed responsibility the murder of Kamlesh Tiwari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X